Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

দেব শংকর দাস এর নিবন্ধ


অচেনা শারদীয়া

***************

আজকাল শরতের প্রকৃতিকে আর ভালোবাসতে ইচ্ছে করে না | কেমন যেন ছন্নছাড়া অচিন পুরের পথিক বলে মনে হয় শরৎ বাবুকে | আগের মতো তার রূপ রস সৌন্দর্যের জৌলুস আর নেই  | বর্ষা রানীকে বিদায় জানিয়ে যে শরৎ নীল আকাশের ডানায় ভর দিয়ে তার শান্ত স্নিগ্ধ মাধুর্য নিয়ে প্রকৃতির বুকে হাজির হতো, কাশ ফুলের মেলা বসিয়ে প্রকৃতিকে রূপসী করে তুলতো - সেই শরৎ আজ দূষণের ক্যানসারে আক্রান্ত | ধূলি ধোঁয়া রাসায়নিক বিষের ছোবলে পঙ্গু শরতের অসহায় বুকে তাই মহানন্দে দাপিয়ে বেড়ায় গ্রীষ্মের অসুরেরা | অসহ্য গরমে হাঁসফাঁস করতে থাকে আমাদের শরীর মন | কয়েক বছর আগেও যখন পরিবেশ দূষণের কালো হাত প্রকৃতির নিজস্ব ছন্দকে বিনষ্ট করেনি, তখন শারদীয়া প্রকৃতির মোহময় রূপ নীরবে জানান দিয়ে যেতো - জগৎ জননী অসুর বিনাশিনী মা দুর্গা আসছেন | কিন্তু সেসব আজ অতীত |

শারদ আকাশে এখন অষ্টপ্রহর মেঘেদের আনাগোনা | কাশ ফুলও বিলুপ্ত প্রায় | মুখোশ ধারী এই অচেনা শারদীয়ার তালে তাল মিলিয়ে পরিবর্তনের জোয়ারে গা ভাসিয়ে মহালয়াও আজকাল বেশ আধুনিক হয়ে উঠেছে | এখন আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কালজয়ী কণ্ঠে মহালয়ার আবাহনী শুনতে ভোরে উঠতে হয় না | রেডিও নামক যন্ত্রটি বর্তমানে টিভি সিরিয়াল প্রিয় বাঙালির বিনোদনের জগৎ থেকে অবলুপ্ত | টিভির রকমারি চ্যানেলে সিক্স প্যাক মহিষাসুর আর দুর্গা রূপী সিরিয়ালের নায়িকাদের দাপট | রিমিক্স কণ্ঠের উন্মাদনায় ডি জে মিউজিকের দাদাগিরিতে "বাজলো তোমার আলোর বেণু , মাতলো যে ভূবন" গানটির মাধুর্যের তেরোটা বেজে গেছে |

এখন পুজো মানেই থিমের চমকানি | মন্ডপে মন্ডপে থিমের প্যান্ডেল, থিমের প্রতিমা তৈরির প্রতিযোগিতা চলছে | লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে অন্যদের চেয়ে নিজেদেরকে সেরা প্রমাণ করার ইঁদুর দৌড়ে সামিল সবাই | মানব শিল্পীর হাতে গড়া নিজের নব নব রূপ দর্শন করে মা দুর্গাও হতবাক | তিনি হয়তো ভাবছেন - যে দেশে হাজার হাজার মানুষের ঠিকানা ফুটপাথ, সে দেশে পুজোর নামে কোটি কোটি টাকার লাগাম ছাড়া খরচ হয় কী করে ? এই অপচয়ের রাশ টানার ক্ষমতা কি কারও নেই ?

পুজোর সাবেকি মেজাজেও আজ ভাটার টান | ষষ্ঠী আসার আগেই দ্বিতীয়া কিংবা তৃতীয়া থেকেই মন্ডপে মন্ডপে পুজো উদ্বোধনের হিড়িক | প্যান্ডেলে প্যান্ডেলে ফিতে কাটার জন্য ছোট বড় নেতা মন্ত্রী নায়ক নায়িকাদের ভিড় | দোকানে দোকানে নতুন নতুন আইটেমের পোশাকের বাহার | মেকাপের আস্তরণে নিজেদের আসল চেহারাকে ঢেকে রাখার জন্য বিউটি পার্লারে নারী পুরুষদের লাইন | ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে ঘন্টায় ঘন্টায় নতুন নতুন পোস্ট, হরেক রকমের শুভেচ্ছা বার্তা বিনিময় | এই ভাবে মায়ের পুজোর ক'দিন বিন্দাস নাচা গানা জমজমাট খানা পিনার আনন্দে মেতে থাকতে চায় আট থেকে আশির আমোদ প্রিয় বাঙালিরা | অবশেষে বিজয়া দশমীতে গলা পর্যন্ত লাল জল গিলে শব্দ দূষণ নিয়ন্ত্রণের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ডি জে গানের উদ্দাম তালে তালে "নাগিন ড্যান্স" নাচতে নাচতে নদীর জলে মাকে বিসর্জন দিয়ে আসে | তারপর আসছে বছর আবার হবে - এই প্রতীক্ষায় বুক বাঁধে শারদীয়া প্রিয় আধুনিক বাঙালি মন |

শারদীয়ার এই উন্মাদনাকে আমার ভীষণ অচেনা লাগে | আমি চাই এই শরতে সবুজ ধান ক্ষেতের সঙ্গী হয়ে মাঠে মাঠে আবার কাশ ফুলের মেলা বসুক | শরতের মেঘ মুক্ত আকাশ সেজে উঠুক নীল রঙে | আশ্বিনের প্রকৃতি সবার মনের দরজায় কড়া নেড়ে বলে যাক - "শুনছো, মা দশভূজা আসছেন | তোমরা সবাই হিংসা ঈর্ষা ভেদাভেদ গ্লানি পরশ্রীকাতরতার অসুরকে বিসর্জন দিয়ে দৈনন্দিন জীবনের ক্লান্তি ভুলে মেতে ওঠো শারদীয়ার আনন্দে |" মঙ্গলময়ী মায়ের আগমনে মহালয়ার ভোরে ঘরে ঘরে বেজে উঠুক মঙ্গল শঙ্খ | ধ্বনিত হোক হৃদয়স্পর্শী আবাহনী মন্ত্র - "যা দেবী সর্বভূতেষু মাত়রূপেন সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নম‌ো নমো " | থিম নয়, মানবতাবাদের নামে জয়ধ্বনি হোক | সেরা প্যান্ডেল, সেরা প্রতিমার প্রতিযোগিতার চটকদারি নয়, বরং অসহায় নিরন্ন মানুষের মুখে হাসি ফোটানোর প্রতিযোগিতায় সামিল হোক সবাই | যারা কোনোদিন একটা নতুন পোশাক পরেনি, দু 'বেলা পেট ভরে খেতে পায়নি, তাদের জীবনেও শারদীয়ার আলো বিচ্ছুরিত হোক | এইভাবে চেনা ছন্দে শারদীয়া ফিরে আসুক প্রকৃতির বুকে, সমাজের বুকে | শুভেচ্ছা বিনিময় হোক অন্তর থেকে অন্তরে | মহামিলনের গণসংগীত বেজে উঠুক সবার হৃদয়ে মননে | তৃপ্ত হোক দেহ মন আত্মা |

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩