• বইঃ সুজাতা ও হেমন্তকালীন কবিতা গুচ্ছ
কবিঃ উপানন্দ ধবল
প্রকাশক - কবিতা দশদিনে
প্রচ্ছদ/ ব্লার্ব - নয়ন রায়
মূল্য - ৩০ টাকা
এক অন্য স্বরের কবিতা
শৈলেন চৌনী
▪কাল্পনিক অথবা খুব সাক্ষ্যাৎ, কবি নিজের আড়মোড় ভেঙে স্ব-মহিমায়,
ঐকান্তিক স্পৃহায় আটপৌরে যাপনের ভাবাবেগ সম্বলিত করে আমাদের উপহার
দিয়েছেন এক অন্য স্বরের কবিতা, অন্য মাত্রার কবিতা।
বইয়ের সর্বত্র শুধু সুজাতা এবং সুজাতা! কে এই সুজাতা? পদবী কী? কী চায়
কবির কাছে? আর কবিই বা কেন মনোরথে চড়ে পাড়ি দিতে চান উদ্ভ্রান্তের পথে?
উপানন্দ ধবলের 'সুজাতা ও হেমন্তকালীন কবিতা গুচ্ছ' কবিতা সংকলন টি পড়ে
এমনই আগ্রহ এবং কৌতুহল জন্মেছে।
বইয়ের পনেরোটি কবিতা জুড়ে কবি কেবলমাত্র লিখেছেন তাঁর কল্পনাপ্রসূত ভাবনা,
নিজের বিষন্ন অথবা স্মৃতিভরা সুখ মুহূর্তের কথা, সাথে বাদ যায়নি আঞ্চলিক
উপভাষার মহিমাও, দেখুন —"তবু জাড় কাটানোর লীনতাপ রয়ে গেছে
বাকি"।কবিতায় বিশেষ করে আঞ্চলিক ভাষার উপমা কমই দৃষ্টিগোচর হয়, হয়তো
বা কেউ কেউ সর্বসাধারনের বোধগম্যতাকে লক্ষ্য করে বাদ দেন, তবুও আঞ্চলিক
শব্দ, উপমা কবিতার অনন্য নান্দনিকতা বজায় রাখে, ক্ষমতা রাখে অনন্য
অনুভবের।
আমরা যাঁরা প্রেম করছি অথবা করছি না, প্রেমিকাকে চুমু খাচ্ছি অথবা
খাচ্ছিনা, তাঁদের কাছে বিশেষত আমাদেরই কাছে এই কবিতা গুলি,এই ভাবনা গুলি
ওতপ্রোতভাবে অক্টোপাসের মতো জড়িয়ে যায়।
সাহিত্যে বা সাহিত্যের বিভিন্ন স্তরে যে 'Expresinison' অর্থাৎ
'অভিব্যক্তিবাদ' রয়েছে, তাঁর অনেকটাই ধরা পড়ে উপানন্দ ধবলের
কবিতায়।বর্তমানে কবিতা নিয়ে যে বাজে পলিটিক্স শুরু হয়েছে, কবিতার সুর,
ইমাজিনেশন, রিয়েলিজম ইত্যাদিকে সাধারণ পাঠকের কোল থেকে ছাড়িয়ে নিয়ে
এক অন্ধকার গুহায় নিয়ে চলেছেন তাঁদের সরাসরি বলতে পারি উপানন্দ ধবলের
কবিতা একটি চ্যালেঞ্জ।
আমার ভালো লাগছে কবির এই ঘরানা।শুধুমাত্র সহজ-গভীর অনুভবই নয়, ভাষা
সংকটের বেড়াজালকে ভেঙে কবির শুদ্ধতম চেতনা, চেনা ছবির প্রথাগত প্রকাশের
বাইরে তাঁর যে সুষমা হারায়নি তা পাঠক এক লহমায় না বুঝলেও শীঘ্রই ঠাহর
করতে পারবেন।
বইটি এবছর কলকাতা বইমেলাতে প্রকাশিত হয়েছে তাই কোনো সম্পুর্ন কবিতা
টাইপো করলাম না। রোগা, পাতলা এই বইটির মধ্যে যদি খুঁজে পেতে চান আপনার
প্রেমিকাকে তাহলে অবশ্যই কিনুন।দাম মাত্র ৩০ টাকা।
বলতে ভুলে গেছি বইটির ব্লার্ব লিখেছেন আরেকজন প্রিয় কবি ও দাদা নয়ন
রায়।আর উপানন্দ দা বইটি উৎসর্গও করেছেন নয়ন রায়কে।কবিকে ধন্যবাদ এত
সুন্দর কবিতা গুলি উপস্থাপন করার জন্য।
• বইঃ সুজাতা ও হেমন্তকালীন কবিতা গুচ্ছ
কবিঃ উপানন্দ ধবল
প্রকাশক - কবিতা দশদিনে
প্রচ্ছদ/ ব্লার্ব - নয়ন রায়
মূল্য - ৩০ টাকা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন