Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

আবর্তন ।। তরুনার্ক লাহা ।। আলোচনাঃ বাবলু কুমার ঘোষাল

 

 

 

 

 

আবর্তন
তরুনার্ক লাহা
কৃষ্ণসীস প্রকাশন
১২০ টাকা

 

 

 

 

 


আবর্তন : চোদ্দ পার্বণী গল্পসংকলন

বাবলু কুমার ঘোষাল



ছোটগল্প বাংলা সাহিত্যের সম্পদ। প্রতিদিনের জীবন-জীবিকার সংঘাত, প্রতিবাদ
ও বিলাস ছোটগল্পের মাধ্যমেই মূর্ত হয়ে ওঠে। ফলে ছোটগল্পের প্রতি
পাঠকমাত্রেই বিশেষ আকর্ষণ দেখতে পাওয়া যায়। ব্যক্তি আমিও এর ব্যতিক্রম
নই। ফলে কোথাও কোনো ছোটগল্প প্রকাশ পেলেই আদ্যন্ত পড়ে ফেলতে ইচ্ছে করে,
নতুন লেখকের ছোটগল্পের বই বেরোলেই লেখক সম্পর্কে কৌতূহল অধীর হয়ে ওঠে।
এভাবেই একদিন গোগ্রাসে পড়ে ফেলেছিলাম তরুনার্ক লাহার 'আবর্তন'।

তরুনার্কবাবু নতুন গল্পকার। 'আবর্তন' তাঁর প্রথম গল্পগ্রন্থ। প্রথম
গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে দুটি দায় সমালোচককে প্রথমেই স্বীকার করে নিতে
হয়। প্রথমত, প্রথম গ্রন্থে লেখকের হাত মকশো করার নানা ছাপ সমালোচককে মেনে
নিতে হয়, হয়তো এড়িয়েও যেতে হয়। আর দ্বিতীয়ত, জীবন সম্পর্কে লেখকের
সামগ্রিক জীবনদর্শন কোনোভাবেই তাঁর প্রথম গ্রন্থে স্পষ্ট হয় না। কারণ তখন
তিনি বিষয় থেকে বিষয়ান্তরে নিজেকে খোঁজার চেষ্টা করেন।

'আবর্তন' এর সমালোচনা লেখার শুরুতেই সমালোচকের এই দুই দায় আমাকে ঘিরে
ধরেছিল। গল্পকারের প্রথম গ্রন্থ তীব্র সমালোচনায় বিদ্ধ হলে হয়তো বা
গল্পকার তাঁর কক্ষপুট থেকে বিচ্যুত হতে পারেন, আবার সমালোচনার নামে
স্তুতির বন্যা বইলেও শিরে সংক্রান্তি!

এক্ষেত্রে 'মঝঝিম পন্থা'র কোনো বিকল্প নেই। তাই আমিও তার স্মরণ নিলাম।

বইটিতে মোট ১৪ টি গল্প ঠাঁই পেয়েছে। প্রথম গল্প 'পারমিতার সাথে
কিছুক্ষণ', শেষ গল্প 'আবর্তন'। প্রত্যেকটি গল্প ঠাসবুনট, রসাল। শিরদাঁড়া
সোজা রেখে পড়তে হয়। প্রথম গল্পটিতেই গল্পকার ভাষা আর রসবোধে রীতিমতো মাত
করে দিয়েছেন। গল্পটি আদ্যন্ত প্রেমের। প্রবলভাবে গতিশীল(এই গতিশীলতাই
লেখকের সম্পদ), পড়তে গিয়ে ক্লান্তি আসে না।

অসাধারণ গল্প 'আলোছায়া'। অভিনব আঙ্গিকে গল্পটি তরতরিয়ে এগিয়েছে। দাদার
মৃত্যুর পর অন্তস্বত্তা বৌদিকে বিয়ে করেছে দেওর মোহন। এরপরই মোহনের মাথায়
নেমে এসেছে পারিবারিক অপমান। তবু মোহন লড়ে যায়। তবে গল্পটি আরও বিস্তৃত
হতেই পারত। বিশেষত লীনার ক্রাইসিসটা গল্পকার কেন দেখালেন না তা বোঝা গেল
না।

সন্দেহ একটি অদেখা ঘূণপোকার মতো। কিন্তু সন্দেহকে অতিক্রম করতে পারলেই
মানুষ পেতে পারে সুখের পরম খনি। 'অসুখ' গল্পে গল্পকারের আশ্চর্য কলমে
একথাই স্পষ্ট হয়।

ফ্রয়েড বলেছেন, আমাদের মন যদি আয়না হত তবে বাবা মেয়ের কাছে, মা ছেলের
কাছে কখনো মুখ দেখাতে পারত না। সত্যিই এত ক্লেদ আমাদের মনে জমে আছে।
'আলেয়া' পড়তে পড়তে সে কথাই মনে হল। গল্পকারকে অভিনন্দন। তিনি ফ্রয়েডকে
ধরতে পেরেছেন। তাই গল্পের শেষে এই তীব্র ঘুষিটা মারা সম্ভব হয়েছে।

পড়ার শেষে দীর্ঘক্ষণ রেশ রেখে যায় 'লাশকাটা ঘর', 'অস্তরাগ', অশ্বশক্তি',
কিন্তু তুলনায় দুর্বল মনে হয়েছে 'যদি এমন হত', 'পরিণাম', এককথায় এ যেন
গল্পকারের উলটপুরান।

পরিশেষে 'কৃষ্ণসীস' প্রকাশন সম্পর্কে কয়েকটি কথা। সাধারণত ছোট
প্রকাশনাগুলি সম্পর্কে পাঠকদের হতাশার ব্যপ্তিই বেশি চোখে পড়ে। অজস্র
মুদ্রণপ্রমাদ, নিম্নমানের বাঁধাই, কাগজ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আনন্দের
কথা 'কৃষ্ণসীস' এ থেকে মুক্ত। আগাগোড়া এক পেশাদারি প্রকাশনার অপূর্ব
নিদর্শন হয়ে উঠেছে বইটি।


আবর্তন
তরুনার্ক লাহা
কৃষ্ণসীস প্রকাশন
১২০ টাকা




বাবলু কুমার ঘোষাল
বেলিয়াতোড়, বাঁকুড়া

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল