Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

আবর্তন ।। তরুনার্ক লাহা ।। আলোচনাঃ বাবলু কুমার ঘোষাল

 

 

 

 

 

আবর্তন
তরুনার্ক লাহা
কৃষ্ণসীস প্রকাশন
১২০ টাকা

 

 

 

 

 


আবর্তন : চোদ্দ পার্বণী গল্পসংকলন

বাবলু কুমার ঘোষাল



ছোটগল্প বাংলা সাহিত্যের সম্পদ। প্রতিদিনের জীবন-জীবিকার সংঘাত, প্রতিবাদ
ও বিলাস ছোটগল্পের মাধ্যমেই মূর্ত হয়ে ওঠে। ফলে ছোটগল্পের প্রতি
পাঠকমাত্রেই বিশেষ আকর্ষণ দেখতে পাওয়া যায়। ব্যক্তি আমিও এর ব্যতিক্রম
নই। ফলে কোথাও কোনো ছোটগল্প প্রকাশ পেলেই আদ্যন্ত পড়ে ফেলতে ইচ্ছে করে,
নতুন লেখকের ছোটগল্পের বই বেরোলেই লেখক সম্পর্কে কৌতূহল অধীর হয়ে ওঠে।
এভাবেই একদিন গোগ্রাসে পড়ে ফেলেছিলাম তরুনার্ক লাহার 'আবর্তন'।

তরুনার্কবাবু নতুন গল্পকার। 'আবর্তন' তাঁর প্রথম গল্পগ্রন্থ। প্রথম
গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে দুটি দায় সমালোচককে প্রথমেই স্বীকার করে নিতে
হয়। প্রথমত, প্রথম গ্রন্থে লেখকের হাত মকশো করার নানা ছাপ সমালোচককে মেনে
নিতে হয়, হয়তো এড়িয়েও যেতে হয়। আর দ্বিতীয়ত, জীবন সম্পর্কে লেখকের
সামগ্রিক জীবনদর্শন কোনোভাবেই তাঁর প্রথম গ্রন্থে স্পষ্ট হয় না। কারণ তখন
তিনি বিষয় থেকে বিষয়ান্তরে নিজেকে খোঁজার চেষ্টা করেন।

'আবর্তন' এর সমালোচনা লেখার শুরুতেই সমালোচকের এই দুই দায় আমাকে ঘিরে
ধরেছিল। গল্পকারের প্রথম গ্রন্থ তীব্র সমালোচনায় বিদ্ধ হলে হয়তো বা
গল্পকার তাঁর কক্ষপুট থেকে বিচ্যুত হতে পারেন, আবার সমালোচনার নামে
স্তুতির বন্যা বইলেও শিরে সংক্রান্তি!

এক্ষেত্রে 'মঝঝিম পন্থা'র কোনো বিকল্প নেই। তাই আমিও তার স্মরণ নিলাম।

বইটিতে মোট ১৪ টি গল্প ঠাঁই পেয়েছে। প্রথম গল্প 'পারমিতার সাথে
কিছুক্ষণ', শেষ গল্প 'আবর্তন'। প্রত্যেকটি গল্প ঠাসবুনট, রসাল। শিরদাঁড়া
সোজা রেখে পড়তে হয়। প্রথম গল্পটিতেই গল্পকার ভাষা আর রসবোধে রীতিমতো মাত
করে দিয়েছেন। গল্পটি আদ্যন্ত প্রেমের। প্রবলভাবে গতিশীল(এই গতিশীলতাই
লেখকের সম্পদ), পড়তে গিয়ে ক্লান্তি আসে না।

অসাধারণ গল্প 'আলোছায়া'। অভিনব আঙ্গিকে গল্পটি তরতরিয়ে এগিয়েছে। দাদার
মৃত্যুর পর অন্তস্বত্তা বৌদিকে বিয়ে করেছে দেওর মোহন। এরপরই মোহনের মাথায়
নেমে এসেছে পারিবারিক অপমান। তবু মোহন লড়ে যায়। তবে গল্পটি আরও বিস্তৃত
হতেই পারত। বিশেষত লীনার ক্রাইসিসটা গল্পকার কেন দেখালেন না তা বোঝা গেল
না।

সন্দেহ একটি অদেখা ঘূণপোকার মতো। কিন্তু সন্দেহকে অতিক্রম করতে পারলেই
মানুষ পেতে পারে সুখের পরম খনি। 'অসুখ' গল্পে গল্পকারের আশ্চর্য কলমে
একথাই স্পষ্ট হয়।

ফ্রয়েড বলেছেন, আমাদের মন যদি আয়না হত তবে বাবা মেয়ের কাছে, মা ছেলের
কাছে কখনো মুখ দেখাতে পারত না। সত্যিই এত ক্লেদ আমাদের মনে জমে আছে।
'আলেয়া' পড়তে পড়তে সে কথাই মনে হল। গল্পকারকে অভিনন্দন। তিনি ফ্রয়েডকে
ধরতে পেরেছেন। তাই গল্পের শেষে এই তীব্র ঘুষিটা মারা সম্ভব হয়েছে।

পড়ার শেষে দীর্ঘক্ষণ রেশ রেখে যায় 'লাশকাটা ঘর', 'অস্তরাগ', অশ্বশক্তি',
কিন্তু তুলনায় দুর্বল মনে হয়েছে 'যদি এমন হত', 'পরিণাম', এককথায় এ যেন
গল্পকারের উলটপুরান।

পরিশেষে 'কৃষ্ণসীস' প্রকাশন সম্পর্কে কয়েকটি কথা। সাধারণত ছোট
প্রকাশনাগুলি সম্পর্কে পাঠকদের হতাশার ব্যপ্তিই বেশি চোখে পড়ে। অজস্র
মুদ্রণপ্রমাদ, নিম্নমানের বাঁধাই, কাগজ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আনন্দের
কথা 'কৃষ্ণসীস' এ থেকে মুক্ত। আগাগোড়া এক পেশাদারি প্রকাশনার অপূর্ব
নিদর্শন হয়ে উঠেছে বইটি।


আবর্তন
তরুনার্ক লাহা
কৃষ্ণসীস প্রকাশন
১২০ টাকা




বাবলু কুমার ঘোষাল
বেলিয়াতোড়, বাঁকুড়া

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩