Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

পত্রিকাঃ আলোর বেণু ২০১৭ ।। আলোচনাঃ কোয়েলী ঘোষ

























শুধু নারীদের লেখায় এক উচ্চমানের পত্রিকা


কোয়েলী ঘোষ


নানা জেলায় অনেক ছোট পত্রিকা দেখি কিন্তু নারীদের নিয়ে পত্রিকা খুব কম ।
নারীজীবনের অন্তরের কথা ,দুঃখ ,ব্যথা অকপটে বলার সুযোগ কম । সে কথা মনে
রেখে বীরভূম জেলার হেতমপুর থেকে প্রকাশিত হয়ে চলেছে আলোর বেণু । সেই আলোর
পথের দিশারী সম্পাদিকা রীনা কবিরাজ ।তাঁর সাথে আছেন প্রাক্তন শিক্ষিকা
,অধ্যাপিকা , লেখিকা ,কবিরা -- যাদের লেখনীতে সমৃদ্ধ হয়ে ওঠে পত্রিকা ।
সম্পাদকীয় কলমে রীনা কবিরাজ চেয়েছেন অপসংস্কৃতির পরিবর্তে সুস্থ্য
সংস্কৃতি ফিরিয়ে আনতে আহ্বান জানিয়েছেন । নানা সাহিত্যসভায় তাঁর তিক্ত
অভিজ্ঞতাও হয়েছে যেখানে টাকার বিনিময়ে ব্যাচ ,পুরস্কার দেওয়া হয় যা
যথেষ্ট নিন্দনীয় । তুলে ধরেছেন গ্রামীণ লোকসংস্কৃতির এক সার্বজনীন রুপ ।
সেই নির্মল আনন্দের আড্ডায় যেন ভাটা পড়েছে ।
কাজী নজরুল ইসলামের শিশুপ্রেমিক রুপটি তুলে ধরেছেন মীরাতুন নাহার । পুত্র
বুলবুলের মৃত্যুতে শোকবিহবল কবি গেয়েছেন --
''গানের পাখি গেছে উড়ে ,শূন্য নীড় / কণ্ঠে আমার নাই সে আগের কথার ভিড় ''
। কচি ,নিষ্পাপ শিশুর প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসার প্রকাশ পেয়েছে
লেখনীতে ।
ঊনবিংশ শতাব্দীর মধ্যসময়ের এক উল্লেখযোগ্য কবি প্রিয়ম্বদা দেবী । কবি
রবীন্দ্রনাথের সাথে তাঁর আত্মীয়তা ,পত্রাবলী নিয়ে মনোজ্ঞ প্রবন্ধটি রচনা
করেছেন প্রণতি গাঙ্গুলি । তাঁর কবিতার দুঃখ , গভীরতা ,আশ্রয় ,বিচ্ছেদ একে
একে ফুটিয়ে তুলেছেন ।
বাংলা সাহিত্যের এক রাজেন্দ্রাণী ,রানী চন্দের জন্মশতবার্ষিকী
অন্যমনস্কভাবে পেরিয়ে এসেছি । তাঁর আঁকা ,লেখা , শান্তিনিকেতনের সঙ্গে
,কবির সাথে যোগসূত্র যত্নসহকারে লিখেছেন গীতশ্রী বন্দনা সেনগুপ্ত ।
''যাঁহা যাঁহা নেত্র পড়ে তাঁহা কৃষ্ণ স্ফুরে '' ভক্তহৃদয়ের সেই উপলব্ধি
নিয়ে যায় সেই আনন্দ সাগরে -- তারই প্রতিচ্ছবি শ্রীকৃষ্ণের রাসলীলা
প্রবন্ধে বানী দাস । প্রাণের ঠাকুরকে মর্ম চোখে দেখা , গোপিনীর সাথে লীলা
,সেই বাঁশির সুর যেন মোহিত করে রচনায় ।
চীন ভ্রমণের কাহিনী , সে দেশের খাদ্য , জীবন যাপন ,নানা বিখ্যাত স্থানের
বর্ণনা অজ্ঞাত এই দেশকে জানার সুযোগ করে দেয় ।
এক বিতর্কিত লেখিকা কমলা দাস । তাঁর কবিতা নিয়ে সুদীর্ঘ আলোচনা ও
ইংরাজিতে অনুবাদ অন্য মাত্রা এনে দিয়েছে ।লিখেছেন সুমিত্রা পাল ।
''এখন মেয়েরা '' প্রবন্ধে মেয়েদের বর্তমান পরিস্থিতি ,ঘরে বাইরে তাদের
দুর্দশা ,ধর্ষণ ,কন্যাভ্রুন হত্যা ইত্যাদি সামাজিক সমস্যা নিয়ে কলমে
প্রতিবাদ জানিয়েছেন অনুরাধা কুণ্ডু ।
''গল্প শেষ ''প্রবন্ধে সেকাল এবং একালের নানা বিবর্তন ,পরিবর্তন নিয়ে
অনবদ্য লেখা লিখেছেন দেবযানী দাস সিংহ ।
'' তিন তালাক বনাম অভিন্ন দেওয়ানী বিধি '' মনীষা বন্দোপাধ্যায়ের এক
প্রতিবাদী লেখা যা বাস্তবে রুপ পেয়েছে আইনসম্মতভাবে ।
সার্ধ শতবর্ষ স্মরণে রজনীকান্ত সেনকে নিয়ে লিখেছেন রীনা কবিরাজ । কবির
জীবন , আধ্যাত্মিকতা , আত্মনিবেদন ,দেশাত্মবোধ রূপটি ,শেষ জীবনের দুঃখ
,অসুস্থ্যতা ,প্রয়াণ চমৎকার বর্ণিত হয়েছে ।
''কবে শুরু পথ চলা '' ঊর্মিলা চক্রবর্তীর অসাধারণ লেখনীতে সেই হ হোমারের
অডিসি মহাকাব্য থেকে শুরু করে আজকের নারী মহিলা কবিদের বোধ,জীবনদর্শন
কোথাও পিছিয়ে নেই । মৌনতা ভেঙে মেয়েরা এগিয়ে আসবে ,প্রেরণা পাবে ।
সম্প্রতি গত হয়েছেন লেখিকা পুষ্প কর । রয়ে গেছে তাঁর অনেক লেখা ।তার মাঝে
এক অসাধারণ গল্প ভূমিজ । পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সাহেব হয়ে যাওয়া
ছেলের ফিরে আসা মাটির টানে ।
প্রেমের সম্পর্কের মান - অভিমান , শেষে মনের মধ্যেই মনের মানুষের বাস ,
এই উপলব্ধি নিয়ে লিখেছেন ''চিরন্তন শ্লোক গল্পটিতে শান্তা সরকার ।
পাত্রপক্ষ গল্পটিতে মুক্তি রায় চৌধুরী এক ঠকে যাওয়ার গল্প লিখেছেন ।
পার্বতী ভট্টাচার্যের লেখা ''যে ঘর পৃথিবীর কোথাও নেই '' অসফল এক প্রেমের
কাহিনী , জীবনের শেষেও সেই ঘর খুঁজে যাওয়া ।
''অশ্রুনদীর এপার অপার '' গল্পটি ডাঃ শর্মিষ্ঠা দাসের লেখা । একটি মেয়ের
অ্যাসিড আক্রমণের পরও শিরদাঁড়া সোজা করে হাঁটার গল্প টি সময়োপযোগী ।
বৃষ্টি এবং সেই নদী গল্পটি কেয়া গঙ্গোপাধ্যায়ের লেখা ।শিক্ষিকা ,ছাত্রীর
গল্প ,প্রকৃতি সেখানে জীবনের সাথে একাত্ম হয়ে গেছে ।
কোয়েলী ঘোষের লেখা আঁধারে আলো গল্পটি এক গ্রাম্য মেয়ের গল্প ।অল্প বয়সে
বিয়ে না দিয়ে মেয়েটির চোখে আলো আনার কথা বলা হয়েছে ।
সোমা প্রামাণিকের লেখা ভোরের আলো গল্পটি স্বামী স্ত্রীর সম্পর্কে ভুল
বোঝা বুঝি এবং পরে বুঝতে পারা ,ফিরে আসা ।
বিকলাঙ্গ শিশু জন্মের সময় মাতৃ হৃদয়ের টানাপোড়েন,যন্ত্রণার অনুভব মধুমিতা
সরকারের ' মা '' রচনা । চমক এনেছে রম্যরচনা ''চিরুনী বিলাস '' অনুভা
বন্দ্যোপাধ্যায়ের লেখা ।
কবিতা '' দুটি মানুষ '' ঊর্মিলা চক্রবর্তীর লেখা অসামান্য ।দুই বিপরীত
ধর্মীর বোনের কাব্যকাহিনী । যূথিকা বসুর লেখা ''সত্যদ্রষ্টা কবি '' ,
জ্যোৎস্না কর্মকারের লেখা '' বিবাহগীত '' , মধুছন্দা মিত্র ঘোষের লেখা
''সফরনামা '' ,
রিমি দের লেখা উত্তাপ , অঞ্জলি দাসের লেখা ''ফেরার গল্প '' , ভাস্বতী রায়
চৌধুরীর লেখা '' বুঝতে পারা '' শীলা বিশ্বাসের ''অক্ষর রৌদ্র '' পাপড়ি
ভট্টাচার্য র লেখা পোশাক ,রঞ্জনা রায়ের উৎস কবিতাগুলি অপার মুগ্ধতায় ঋদ্ধ
করেছে । পাখির জন্ম অনিন্দিতা গুপ্ত রায়ের দীর্ঘ কবিতা অসাধারণ । বেড়া
পার স্বাতী ঘোষের লেখা কবিতা ,ছায়ার মায়ায় -- শেফালি চক্রবর্তী ,বছর
পরে--কৃপা লক্ষ্মী দাস , ভোরের আলোয় --সুজাতা দে , সভ্যতার সংলাপ --সাধনা
ভট্টাচার্য ,রাঙা আলো সময় --ভারতী বন্দ্যোপাধ্যায় , ভরা --কুসুমপ্রভা
বিশ্বাস --- প্রতিটি কবিতাই নিজস্ব লেখনীতে সমৃদ্ধ করেছে ।
আলোর বেণু সব মিলিয়ে এক উচ্চমানের পত্রিকা । সুগম হোক পথচলা ।আগামীর জন্য
শুভেচ্ছা ,শুভ কামনা ।

পত্রিকাঃ আলোর বেণু ২০১৭
সম্পাদিকা --রিনা কবিরাজ । সহ -সম্পাদিকা -- মধুমিতা সরকার ।
বীরভূম জেলার হেতমপুর থেকে প্রকাশিত
মুল্য --মাত্র ৩০ টাকা ।

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩