Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

...এবং অস্পৃশ্য হাত।। বিপ্লব গঙ্গোপাধ্যায় ।। আলোচকঃ তনুশ্রী পাল

...এবং অস্পৃশ্য হাত: অপূর্ব পাঠ

তনুশ্রী পাল


সার্থক অণুগল্প রচনা কঠিন সাধনালব্ধ বিষয়ই বটে। আকারে ক্ষুদ্র বলেই তার
দায় বেশি।অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে শাখা-প্রশাখায় কাহিনী বিন্যাস করে
রসগ্রাহী পাঠককে তুষ্ট করার সুযোগ অণুগল্পের আদৌ নেই। পরিসর তার স্বল্প
,বহু চরিত্র বা বিশাল প্রেক্ষাপটে গল্প তো লেখা যাবেনা। প্রতিটি শব্দ
,চরিত্র সুনির্দিষ্ট ও সুপ্রযুক্ত হওয়া চাই । অণুগল্পের আকৃতি ছোটোই
হবে কিন্তু এই স্বল্প আয়োজনটুকু সার্থক করে তুলতে হবে গল্পকারকে। সুতরাং
প্রতিপদেই তার পরীক্ষা ।খুব দক্ষ শিল্পী ছাড়া কাজটি নেহাতই কঠিন ।
বড়গল্পকে চেপেচুপে ছোট আকার দিলেই সে অণুগল্প হবে না।বিদগ্ধ পাঠকের চোখে
তা ধরা পড়ে যাবে। বেশি ভার অণুগল্প নিতে পারেনা ,অতিকথনে উদ্দেশ্য তার
ব্যর্থ হয়ে পড়ে। অণুগলপে গল্পটি থাকতেই হবে ,খুব কম শব্দে বিশেষ কথাটি
বলতেই হবে। উপমা দেওয়া যেতে পারে এ ভাবে, ক্ষুদ্র জলাধারে বৃহৎ আকাশের
রূপটুকু প্রতিবিম্বিত হওয়াই চাই।
আজ্কাল বিভিন্ন পত্র-পত্রিকায় অজস্র অণুগল্প ছাপা হচ্ছে। এখন ভাবার বিষয়
সেগুলি সবই কি সার্থক অণুগল্প হয়ে উঠছে?পাঠক বিচার করবেন। হ্যাঁ মোট
সাইত্রিশটি গল্পে সাজানো একটি অণুগল্প গ্রন্থের পাঠ অনুভবটুকু প্রকাশ
করতে গিয়ে এই কথকটি বলতেই হ'ল। লেখক বিপ্লব গঙ্গগোপাধ্যায় নামটি বাংলা
সাহিত্য জগতে একটি বিশিষ্ট ও পরিচিত নাম। তাঁর "" ...এবং অস্পৃশ্য
হাত''এই অণুগল্প সংকলনটির পাঠ অনুভব জানাতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলতে
হ'ল।অণুগল্প লেখা যে বিশেষ ধারার সাহিত্যকর্ম সেটি যথাযথ উপলব্ধি করে
গ্রন্থেটির মুখবন্ধে লেখক স্বয়ং একটি কঠিন সত্য উচ্চারন করেছেন
-""...শব্দ এবং ভাবনার যথাযথ ব্যবহার ছাড়া যা লেখা সম্ভব নয়।এখানে চরিত্র
আঁকার কোন সুযোগ নেই। আছে শুধু গল্পের নির্যাস ,যার ফ্লেভার দীর্ঘস্থায়ী
।'' পাঠক হিসেবে এ গ্রন্থের প্রায় প্রতিটি গল্পই সার্থক অণুগল্প হয়ে
উঠেছে এটুকু বলতে কোনও দ্বিধা নেই আমার।
স্বল্প পরিসরে এক অসাধারণ প্রতিবাদের গল্প " দধীচি '
-রাষ্ট্রযন্ত্রের অবিচারে পুলিশের গুলিতে নিহত সুখদেব মান্ডির ভীত
সন্ত্রস্ত গ্রাম জেগে উঠছে। মাত্র দুটি অমোঘ বাক্যে লেখক সে প্রতিবাদ
জীবন্ত করেছেন ,"...সাত গাঁয়ের জনতা দেখে সুখদেব মান্ডির হাড় থেকে বেরিয়ে
আসছে একটা তীরের ফলা।ইস্পাতের চেয়েও কঠিন তাদের মুখ।' হতদরিদ্র মানুষের
ভয়ংকর খিদের গল্প "উড়ন্ত স্বপ্নের লিরিক ' -"খিদে মোচড় দিচ্ছে
পেটে।নিরন্ন স্লেটের মধ্যে বিক্ষুব্ধ অক্ষর ।' খিদের এমন নিরীহ কাব্যিক
কিন্তু কঠিন উপমা কমই পড়েছি! "বেঁচে থাকা' গল্পে মেরুদন্ডের ঋজুতা হারিয়ে
,মালা আর মানপত্রের ভিড়ে হারিয়ে যেতে না চাওয়া আপোষ হীন এক কবির কথা
;মুগ্ধ করে রাখে। বাবা ,সমীরণ বাবুর ছাত্র ,মোবাইল রাজু ,কণ্ঠস্বর
,পথবাতি অপূর্ব সব সংবেদনশীল পরিপূর্ণ নিটোল গল্প।অবশ্যই সার্থক
অণুগল্পের বৈশিষ্ট শরীরে ধারণ করে।এই অণুগল্প সংকলনের প্রতিটি গল্পই
অসাধারণ মনে হয়েছে আমার । আজকের অজস্র অণুগল্পের (!) ভিড়ে হারিয়ে যাওয়ার
মতো আদৌ নয়। নিঃসন্দেহে বলতে পারি এই ক্ষুদ্রকায় গ্রন্থটি পাঠককে অবশ্যই
তৃপ্ত করবে।সার্থক সুরচিত গল্পগুলোই বলে দেবে অণুগল্প প্রকৃতই কেমন হ'তে
হবে।শুরুতে "অণুগল্প আজও আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ '-এই বক্যে
মুখবন্ধ লিখেছেন বিপ্লব গঙ্গগোপাধ্যায় ।বলতে চাই হ্যাঁ এ চ্যালেঞ্জ আপনি
জিতেছেন।ছাপা ,মেঘ অদিতির আঁকা প্রচ্ছদ সব মিলিয়ে চমৎকার বইটি পাঠকপ্রিয়
হবে বলেই আমার বিশ্বাস ।


#...এবং অস্পৃশ্য হাত।। বিপ্লব গঙ্গোপাধ্যায় ।।


তনুশ্রী পাল । বাবু পাড়া ।রাউত লেন।জলপাইগুড়ি।

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩