Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

গ্রন্থঃ ব্যালেরিনা ও নকশি কাঁথায় নষ্ট গন্ধ।।কুমারেশ তেওয়ারী।। আলোচকঃ বিপ্লব গঙ্গোপাধ্যায়

 

 

।। ব্যালেরিনা ও নকশি কাঁথায় নষ্ট গন্ধ ।।
।। কুমারেশ তেওয়ারী ।।
।। প্রতিভাস ।।
।।প্রচ্ছদ-সুদীপ্ত দত্ত ।। 
।। দাম ১০০ টাকা ।।

 

 

 

শব্দের কারুভূমি আমন থেকে ইমন ও নকশি কাঁথায় বোনা নিজস্ব শিল্পশস্য


বিপ্লব গঙ্গোপাধ্যায়


কুমারেশ বইটি দিয়েছে অনেকদিন আগে। পড়েছি অনেকবার। পড়তে পড়তে তন্ময় হয়ে
গেছি।সমালোচনা করার জন্য যতবার ছুঁয়েছি অক্ষর ততবারই মুগ্ধ হয়ে গেছি।
সমালোচকের চশমা খুলে একজন পাঠকের দৃষ্টিতেই দেখা তার শিল্পসম্ভার।
পত্র পত্রিকায় বিক্ষিপ্ত কিছু লেখা ছাড়া কুমারেশের কবিতার সাথে আমার
সেভাবে পরিচয় হয়নি।যতদূর জানি "ব্যালেরিনা ও নকশি কাঁথায় নষ্ট গন্ধ " তার
প্রথম কাব্যগ্রন্থ। অথচ এই কাব্যগ্রন্থের একটি কবিতাতেও কোন অপটু বা
অদক্ষ হাতের স্পর্শ নেই।"স্তব্ধতার ভেতর থেকে উঠে আসা ফুলের ঘ্রাণ" ভরিয়ে
দেয় আমাদের চেতনাপথ।চার ফর্মার এই কাব্যগ্রন্থ জুড়ে শব্দের শস্যবীজ লালন
পালন শুধু নয় তার বিকাশসম্ভাবনাও পরিস্ফুট হয়ে উঠেছে।
গ্রাম ও প্রান্তিক জীবনের পাশাপাশি নাগরিক জীবনের দ্যুতি ছড়িয়ে আছে পর্বে
পর্বান্তরে। তাই " কুয়োতলা তলা দিয়ে যেতে যেতে লেবুর মন কেমন করা গন্ধে/
বাতাসের শরবত পিপাসা পায়/অথচ লেবুরও যে সংগীতের নিজস্ব ঘরানা আছে / এবং
তা লোকসংগীত" (কুয়োতলা ) এ কথা অনুভব করতে পেরেছে কুমারেশ।আবার " আজন্ম
যে সমস্ত মানুষ অর্ধসমাপ্ত রয়ে যাচ্ছে/তাদের জন্য করুণা রাখার অর্থ নদীর
জুয়াখেলা (অবজারভেশন ) এ কথাও দ্বিধাহীন ভাবে বলার সাহস কুমারেশ অর্জন
করেছে।
টুসুদের গানের অন্তর্লোকে বাস্তবতা আর পরাবাস্তবতার দ্বিঘাত সমীকরণ
ফুটিয়ে তুলেছে নকশি কাঁথার সুচিকর্মে অক্ষরবিন্যাসে-
টুসু চাইছে যে হাতে ফুলের সাজি সেই হাত / ছুঁয়ে দিক সাইকেলের তৃতীয় নয়ন (
টুসুদের গান )
প্রকৃতপক্ষে গ্রামীন এবং প্রান্তস্পর্শী জীবনের অনুভাবনাও বদলে যাচ্ছে
দ্রুত।সেখানেও " শূন্য সময় বেয়ে নেমে আসছে নতুন জ্যামিতি " তার রূপবদল
তার মিউটেশন কবিতাপথের উপকুলে আছড়ে দিচ্ছে আচ্ছন্ন স্রোত। কুমারেশ
স্রোতের বিপরীতে সাঁতার কেটে তুলে আনে নিজস্ব শব্দের নুড়ি পাথর। " আগুনকে
আগুনের মতো দেখি বলেই পাখি পোড়ানোর কথা ভাবি না কখনও " এ তার উজ্জ্বল
উচ্চারণ।

কিছু উদ্ধৃতি তুলে ধরলেই বোঝা যাবে তার স্বরন্যাসের নিজস্ব ভূমিখন্ড

আমনের চুড়ির ঝংকারে ঘুম ভেঙে
জেগে উঠছে আল (আমন থেকে ইমনে )

চাঁদ মেঘের আড়ালে গিয়ে পুরোনো ক্ষতমুখে মলম লাগায় ( ডিভাইডার )

বাগান বলতেই একটি ছবি তার
ডালপালা নিয়ে খেলা করতে আসে ( নকশি কাঁথায় নখের আচড়)

শিকড়ের ঘরে সেই কবেকার জমে থাকা জল ( নকশি কাঁথায় নষ্ট গন্ধ )

সোনার চামচ মুখে নিয়ে বাগানে
খেলা করছে চাঁদ ( ব্যালেরিনা )
কুমারেশের কাব্যভাবনায় চিরায়ত জীবনের প্রতিফলন বাস্তবতার পাশাপাশি
মায়াবাস্তবতা এবং স্যুররিয়েলিজমের অপূর্ব সংমিশ্রণ ঘটেছে।
সুদীপ্ত দত্তের প্রচ্ছদ এই গ্রন্থের প্রাণ।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত