Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

"দশমিক" (অণুগল্প সংকলন) সোমনাথ বেনিয়া।। আলোচনা-- অমিত বন্দ‍্যোপাধ‍্যায়





 

দশমিক: এক অনবদ‍্য সৃষ্টি


-- অমিত বন্দ‍্যোপাধ‍্যায়


প্রখ‍্যাত সাহিত‍্যিক সোমনাথ বেনিয়ার "দশমিক" একটি অণুগল্পের সংকলন। উড়ান
প্রকাশনের হাত ধরে এই ব‌ইটি প্রকাশ পেয়েছে। ব‌ইটি তার গর্ভে রেখেছে ২৬টি
অণুগল্পকে। বিভিন্ন ক্ষেত্র থেকে তুলে আনা এক একটি গল্পের চরিত্র সামাজিক
চিত্রটা খুব প্রাঞ্জল ভাবে মেলে ধরেছে। এ কথা বলার অপেক্ষা রাখে না যে
"দশমিক" একটি জীবন দর্শন তুলে ধরেছে পাঠকের সামনে।
ব‌ইটির প্রথম গল্প 'চিংড়ি' যেমন সম্পর্কের গাঢ়ত্বের
উজ্জ্বলতা ছড়িয়ে দিয়েছে পাঠকের মনে, ঠিক তেমন‌ই ব‌ইটির শেষ গল্প
'বিশ্বাস' একটি সামাজিক দর্পণ হিসাবে পাঠককে রোমাঞ্চিত করে। এছাড়াও যে
গল্পটির নামে এই ব‌ইটির নামকরণ হয়েছে সেই 'দশমিক' গল্পটিও নিঃসন্দেহে
বিশেষ প্রশংসার দাবি রাখে। এছাড়াও 'দোসর', 'বীজ', 'নৌকা', 'দুধ',
'সাইকেল' এরকম আর‌ও অনেক অণুগল্পের মাধ‍্যমে সোমনাথ বাবু পাঠকের মন ছুঁয়ে
নিয়েছেন। প্রত‍্যেকটি অণুগল্প‌ই এককথায় অসাধারণ।
"দশমিক" হলো আমার তোমার কথা। প্রত‍্যেকটি গল্প প্রতি
নিয়ত ঘটে যাওয়া জীবনের এক বিশেষ প্রতিকৃতি হিসাবে সফলতা খুঁজে পায়। একটি
দশমিক যেমন নিজের আড়ালে লুকিয়ে রাখে আর‌ও অনেক সংখ‍্যাদের তেমন‌ই "দশমিক"
ব‌ইটি নিজের জঠরে লুকিয়ে রেখেছে সমাজের বিভিন্ন ক্ষেত্রফলের অগুনতি
অনুভূতিদের। আবার অন‍্য অর্থে বলতে গেলে, একটি দশমিক যেমন একটি বিন্দু
হিসাবে কেন্দ্রে অবস্থান করে বিশাল বিশাল বৃত্ত অঙ্কন করে চলে, এক‌ই রকম
ভাবে সোমনাথ বাবুর 'দশমিক' অণুগল্পটিও এই দৃষ্টিকোণে এক বিশাল
অন্তর্নিহিত অর্থ বহন করে। আর সেই বিশালতার মাপকাঠিতে "দশমিক" নামকরণটিও
যথার্থ রূপেই সার্থক।
লেখক হিসাবে সোমনাথ বেনিয়া পাঠকের মনের মণিকোঠায় এক
উজ্জ্বল স্থান অধিকার করেছেন। সহজ সরল বোধগম‍্য শব্দ চয়ন, সৃজনশীলতা আর
কারুনৈপুণ‍্য এর মাধ‍্যমে তিনি সাধারণের মধ‍্যে বিচরণ করেছেন। এমনটি যদি
না হতো, তাহলে হয়তো "দশমিক" আর আমার তোমার কথা হতে পারতো না। তাই
পরিশেষে, এই কথা বলতেই হয় যে, "দশমিক" কেবলমাত্র একটি অণুগল্পের সংকলন‌ই
নয়, এটি আসলে একটি সামাজিক প্রতিফলন, যা প্রতিফলিত করেছে সমাজের এক একটি
অংশের চিত্র, যা কখনো নিদারুণ আবার কখনো হাস‍্যরসাত্বক।
উপরোক্ত আলোচনার ভিত্তিতে এই কথা বিনা দ্বিধায় বলা যায় যে,
"দশমিক" সোমনাথ বেনিয়ার এক অনবদ‍্য সৃষ্টি।



"দশমিক" (অণুগল্প সংকলন)
সোমনাথ বেনিয়া
উড়ান প্রকাশন
মূল‍্য - ৩০ টাকা

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩