বই- বোবা সংলাপ ।। কবি- কাজল দাস ।। আলোচনা- রজত গোস্বামী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, June 16, 2018

বই- বোবা সংলাপ ।। কবি- কাজল দাস ।। আলোচনা- রজত গোস্বামী

কবিতার বই- বোবা সংলাপ
কবি- কাজল দাস
প্রকাশনা- যুথিকা সাহিত্য পত্রিকা (বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমী)
প্রচ্ছদ- কাজল দাস
প্রকাশ কাল- ১৭ই সেপ্টেম্বর ২০১৭
স্থান- অবনীন্দ্র সভাঘর (রাজ‍্য চারুকলা ভবন)
মূল‍্য- ৫০ টাকা মাত্র

সারাদিন কত বই পড়া হয়, তা কি শুধুই পড়ার জন্যই পড়া? না কি সময়
কাটানো? কিছু বই আছে যারা অনেক কিছু নীরবে বলে যায়, যেন না জানা অনেক
কথাই। এমনই একটি বই কবি কাজল দাসের লেখা 'বোবা সংলাপ', অসাধারণ প্রচ্ছদ।
প্রচ্ছদই বলে দেবে সাধারণ মানুষের জীবন যুদ্ধের মানচিত্র।

বই টি হাতে পেয়ে আমি এক অন‍্য জগতে প্রবেশ করলাম। কি অসাধারণ লেখনী
শৈলী, কত সহজ ভাষায় কত কঠিন কথা বলা যায় এই বই না পড়লে হয়তো জানতে
পারতাম না। কবির লেখায় মানুষের জীবনের অজানা অনেক অধ্যায় ফুটে উঠেছে
সুন্দর ভাবে। আমি একজন বাচিক শিল্পী, এবং একটি ছোট আবৃত্তি স্কুলও আমার
আছে। আধুনিক কবিতা যে পর্যায়ে পৌঁছেছে তা আবৃত্তি করলে সাধারনের কাছে
অবোধ্য আবৃত্তি হবে, কিন্তু বোবা সংলাপ যেন আমায় নতুন দিশার সন্ধান দিল।
কি নেই বইটিতে, প্রেম বিরহ থেকে ফুটপাতের অভুক্ত জীবন, আবার দেশ থেকে
বিদ্বেষ। এক কথায় বলা যায় "বোবা সংলাপ" ঘৃণ্য সমাজ ব‍্যবস্থার বিরুদ্ধে
এক কঠিন তর্জনী। আজাদের ফেব্রুয়ারি কবিতা টি সুদুর বাংলাদেশ থেকে কবি কে
এনে দিয়েছে শ্রেষ্ঠত্বের শিরোপা। এছাড়া তার লেখা কবিতা যেমন- খিদে,
ফুলমনি, সুইসাইড নোট, সোনার তরী,ভুকা মাট্টির দ‍্যাশ, একটি ভারতবর্ষ দিও
যেন মানুষের বিবেককে জাগ্রত করতে উদ্ধত চাবুক।

কবি কাজল দাস সম্পর্কে তার লেখা বোঝা যায় উনি একজন সাধারনের কবি, কবিতা
গুলো সাধারণত সুষ্ঠ সমাজ চেতনা কথাই বলে, খেটে খাওয়া মানুষের কথা বলে,
একজন প্রতিবাদী কবি বললে ভুল হবে না আমি মনে করি।

বার বার যেন একটা কথাই উঠে আসে তার বোবা সংলাপ কবিতার সংকলনটিতে। কবির কথায়-
"আমরা মানুষ, মানুষের মতোই আমাদের চালচলন হওয়া উচিৎ, নচেৎ নিজেদের
পরিচয় গোপন রাখাই ভালো।"
তার লেখা পড়লে বোঝা যায়, কোনো নির্দিষ্ট গন্ডিতে তার কবিতাকে সীমাবদ্ধ
করা যায় না, কবির নিজস্বতা কবির সফলতার চরম উদাহরণ।

বইটির দাম মাত্র ৫০টাকা রাখা হয়েছে, যাতে সর্ব সাধারণের হাতে তুলে
দেওয়া যায়। কোন এক শ্রেণীর কাছে যেন সীমাবদ্ধ না থাকে। অতএব যারা ভালো
কবিতা পড়তে ভালোবাসেন, বিশেষ করে আবৃত্তি যোগ‍্য কবিতার বই খুঁজে
বেড়াচ্ছেন, তারা দেরী না করে বইটি সংগ্রহ করে নিন।

কোথায় পাবেন?
পাতিরাম, ধ‍্যানবিন্দু

পরিশেষে বলা যায়, সমসাময়িক বাংলা সাহিত্যে কবিতার যে অবক্ষয় তার মধ্যে
দাঁড়িয়ে এই অনবদ্য বই টি কাব‍্যের নতুন প্রভাতের সঙ্গীত উচ্চারণ করবে।

আলোচনা- রজত গোস্বামী
(বাচিক শিল্পী)
রামসীতা গলি, হালিশহর, উঃ চব্বিশ পরগনা

No comments:

Post a Comment