Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

বই- বোবা সংলাপ ।। কবি- কাজল দাস ।। আলোচনা- রজত গোস্বামী

কবিতার বই- বোবা সংলাপ
কবি- কাজল দাস
প্রকাশনা- যুথিকা সাহিত্য পত্রিকা (বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমী)
প্রচ্ছদ- কাজল দাস
প্রকাশ কাল- ১৭ই সেপ্টেম্বর ২০১৭
স্থান- অবনীন্দ্র সভাঘর (রাজ‍্য চারুকলা ভবন)
মূল‍্য- ৫০ টাকা মাত্র

সারাদিন কত বই পড়া হয়, তা কি শুধুই পড়ার জন্যই পড়া? না কি সময়
কাটানো? কিছু বই আছে যারা অনেক কিছু নীরবে বলে যায়, যেন না জানা অনেক
কথাই। এমনই একটি বই কবি কাজল দাসের লেখা 'বোবা সংলাপ', অসাধারণ প্রচ্ছদ।
প্রচ্ছদই বলে দেবে সাধারণ মানুষের জীবন যুদ্ধের মানচিত্র।

বই টি হাতে পেয়ে আমি এক অন‍্য জগতে প্রবেশ করলাম। কি অসাধারণ লেখনী
শৈলী, কত সহজ ভাষায় কত কঠিন কথা বলা যায় এই বই না পড়লে হয়তো জানতে
পারতাম না। কবির লেখায় মানুষের জীবনের অজানা অনেক অধ্যায় ফুটে উঠেছে
সুন্দর ভাবে। আমি একজন বাচিক শিল্পী, এবং একটি ছোট আবৃত্তি স্কুলও আমার
আছে। আধুনিক কবিতা যে পর্যায়ে পৌঁছেছে তা আবৃত্তি করলে সাধারনের কাছে
অবোধ্য আবৃত্তি হবে, কিন্তু বোবা সংলাপ যেন আমায় নতুন দিশার সন্ধান দিল।
কি নেই বইটিতে, প্রেম বিরহ থেকে ফুটপাতের অভুক্ত জীবন, আবার দেশ থেকে
বিদ্বেষ। এক কথায় বলা যায় "বোবা সংলাপ" ঘৃণ্য সমাজ ব‍্যবস্থার বিরুদ্ধে
এক কঠিন তর্জনী। আজাদের ফেব্রুয়ারি কবিতা টি সুদুর বাংলাদেশ থেকে কবি কে
এনে দিয়েছে শ্রেষ্ঠত্বের শিরোপা। এছাড়া তার লেখা কবিতা যেমন- খিদে,
ফুলমনি, সুইসাইড নোট, সোনার তরী,ভুকা মাট্টির দ‍্যাশ, একটি ভারতবর্ষ দিও
যেন মানুষের বিবেককে জাগ্রত করতে উদ্ধত চাবুক।

কবি কাজল দাস সম্পর্কে তার লেখা বোঝা যায় উনি একজন সাধারনের কবি, কবিতা
গুলো সাধারণত সুষ্ঠ সমাজ চেতনা কথাই বলে, খেটে খাওয়া মানুষের কথা বলে,
একজন প্রতিবাদী কবি বললে ভুল হবে না আমি মনে করি।

বার বার যেন একটা কথাই উঠে আসে তার বোবা সংলাপ কবিতার সংকলনটিতে। কবির কথায়-
"আমরা মানুষ, মানুষের মতোই আমাদের চালচলন হওয়া উচিৎ, নচেৎ নিজেদের
পরিচয় গোপন রাখাই ভালো।"
তার লেখা পড়লে বোঝা যায়, কোনো নির্দিষ্ট গন্ডিতে তার কবিতাকে সীমাবদ্ধ
করা যায় না, কবির নিজস্বতা কবির সফলতার চরম উদাহরণ।

বইটির দাম মাত্র ৫০টাকা রাখা হয়েছে, যাতে সর্ব সাধারণের হাতে তুলে
দেওয়া যায়। কোন এক শ্রেণীর কাছে যেন সীমাবদ্ধ না থাকে। অতএব যারা ভালো
কবিতা পড়তে ভালোবাসেন, বিশেষ করে আবৃত্তি যোগ‍্য কবিতার বই খুঁজে
বেড়াচ্ছেন, তারা দেরী না করে বইটি সংগ্রহ করে নিন।

কোথায় পাবেন?
পাতিরাম, ধ‍্যানবিন্দু

পরিশেষে বলা যায়, সমসাময়িক বাংলা সাহিত্যে কবিতার যে অবক্ষয় তার মধ্যে
দাঁড়িয়ে এই অনবদ্য বই টি কাব‍্যের নতুন প্রভাতের সঙ্গীত উচ্চারণ করবে।

আলোচনা- রজত গোস্বামী
(বাচিক শিল্পী)
রামসীতা গলি, হালিশহর, উঃ চব্বিশ পরগনা

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল