Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কাব্যগ্রন্থ : "চিত্রল ছায়ার খোঁজ" ।। কবি - বলদেব দাস ।। আলোচক : কান্তিলাল দাস








কাব্যগ্রন্থ - চিত্রল ছায়ার খোঁজ
কবি - বলদেব দাস
প্রকাশক - হুগলি জেলা কবিতা আকাদেমি
প্রকাশকাল - 21/02/2017
বিনিময় - একশত টাকা।











চিত্রল ছায়ার খোঁজে 

* * * * * * * * * * *

কান্তিলাল দাস


নিরহঙ্কার এই কবির এটি একাদশ কাব্যগ্রন্থ।1986 তে প্রকাশিত তাঁর প্রথম
কাব্যগ্রন্থ 'মানুষের জন্য'।2011তে 'কাব্যে কথায় নির্বাচিত বলদেব' একটি
সুন্দর সংকলন, যাতে বিধৃত আছে তাঁর অন্ততঃ নটি কাব্যগ্রন্থের আত্মা।
আলোচ্য কাব্যগ্রন্থের কবিতাগুলিকে তিনি নিজেই উল্লেখ করেছেন
'ব্যক্তিগত কবিতার সংকলন' বলে।বইটির শুরুকথার কিছু অংশ তুলে ধরে কবির
অভিপ্রায় সম্পর্কে একটু ধারনা দেবার প্রয়াস করি।
"অহং-এর বেড়া টপকে বারংবার চেষ্টা করা অনন্তের উঠোনে যেতে। সে কর্ম সহজ
নয়। অসাধ্য ভেবে ক্লান্ত দিনান্তে বালিশে মাথা রাখা। গলি ছেড়ে রাজপথে
নিজেকে হারানো, ফের ফিরে আসা গলি মাড়িয়ে আপাত নিরাপদ সংসারে।....হে
বিশ্বের কল্যাণকারি, তোমার অবিরল কৃপা বর্ষিত হোক আপামর আমাদের উপর। সেই
কৃপার চিত্রল ছায়ার খোঁজে- ই যেন মগ্ন থাকে এই জীবন।"
বইটির ভূমিকায় শিল্পী যোগেন চৌধুরী লিখেছেন এমন, যা নিয়ে কোনো দ্বিমত
থাকতে পারে না : " কবি বলদেব দাসের একটি ভাবুক দার্শনিক মন খুঁজে পাই তার
কবিতাগুলির মধ্যে।নানান চিত্র ও ভাষা, দৃশ্য ও দৃশ্যাতীতকে নিয়ে তার
ভাবনা এবং কল্পনা। সেসব মিলে মিশে তার কবিতার স্রোত।জলে-জঙ্গল, শেষ
বিকেলের বুকে, কৃষ্ণচূড়ার দোলায়, জ্যোৎস্না রঙের নিঃসীমতায়, রাতের আকাশ
জুড়ে তার অবাধ গতি এবং চলাফেরা। তিনি চলেছেন, চিত্রল ছায়ার খোঁজে,
মধ্যরাতে যখন নদী ভিজে উঠেছে জ্যোৎস্নায়।"
তিয়াত্তরটি কবিতায় সাজানো এ কাব্যগ্রন্থ বিচ্ছুরণ ঘটিয়েছে তাঁর মননের,
দর্শণের।কাব্যভাষা ও শব্দচয়ন আকৃষ্ট করে রাখে পাঠককে এবং কখন অজান্তে
পাঠক যেন তাঁর সাথে হাঁটতে থাকেন।

" মৌনী তরু দাঁড়িয়ে একা ঠায়--/ হাওয়ায় রোদে এখন সে সম্পৃক্ত/ মাথায় কাঁধে
তার যে অশেষ দায়/ ক্রন্দসী এই ধরনীকে রাখতে দূষণমুক্ত।" (
গাছের দায়)

ফিরে আসেন গাছের কাছে, আবার, অন্যভাবে যেখানে গাছ আর মা একাকার :-

" রোদের মধ্যে রোদ কুড়িয়ে/ কবির চোখে জল/ কলম ঘিরে মা-ঠাকুমা/ স্মৃতির
কোলাহল/ তীব্র রোদে গাছের মত/দাঁড়িয়ে আছে মা/গাছের পায়ে অশ্রু
ঢেলে/ধুচ্ছি মায়ের পা।"
( গাছের পায়ে অশ্রু ঢেলে)

প্রকৃতি ও মানুষ যুগপৎ ভাবিয়েছে তাঁকে,
তাদের সে ধ্বস্ত অবস্থায় কবির বিশ্বাস ;-

" প্রাচীন ক্ষতরা শুশ্রূষা পাবে বলে/উন্মুখ আজও পাহাড়ি টিলারা জলে আর
জঙ্গলে/ক্ষতগুলি যদি দ্রুত হয় নিরাময়/প্রকৃতি মানুষ হবেই শান্ত সুন্দর
শিবময়।"
( নিরাময় হোক ক্ষত)

বৃক্ষরোপণ স্থান করে নিয়েছে এইভাবে ;-

" প্রার্থণা হোক জলদ মেঘের অঝোর বৃষ্টিধারায়/সম্ভাবনায় পাথরে মাটিতে
হাসুক সবুজ প্রাণ/তেমনই শপথে রোপণ করেছি একটি গাছের চারা/দহন জুড়িয়ে করে
যাবে যে বিশ্বের কল্যাণ।"

(একটি গাছের চারা )

মানুষের মৃত্যু ও মৃত্যুত্তোর সময় নিয়ে তাঁর বোধ ;-

" এখন কেউ চলে গেলে গান শুনি/ মৃত্যু সংক্রান্ত জীবনমুখী গান/ কবিতাও
ঘাঁটি পাতা উল্টে/ শান্তির ললিত বাণী নিভৃতে/কোথায় শুয়ে আছে.../ তারও পরে
থাকে জীবনবীমার দাবিদার/ সম্পত্তির উত্তরাধিকার ইত্যাদি ইত্যাদি/ যাবার
পরেও না যাবার অভিমানগুলো/ সন্ধ্যাকালে তারাদের মত ফুটতে থাকে..."
( আপাত মূর্খামি )

দিবাবসানে তাঁর বোধ কী প্রোজ্জ্বল :-

" নিবিড় ছায়ায় কাটে বর্ণময় এক একটি দিন/ আর্ত বা লোভী হয়ে ভুলি লজ্জা
ঘৃণা--/ দেখি, ছায়াপথে কল্পতরু বিলোচ্ছেন করুণা।" ( করুণা )

'ব্যক্তিগত কবিতার সংকলন'চিহ্নিত বলদেব দাসের এই কাব্যগ্রন্থ" চিত্রল
ছায়ার খোজ" আদ্যন্ত 'সবারে করি আহ্বাণ' পর্যায়ে চলে যায় , নিবিষ্ট পাঠে।
কবির কাছ থেকে এমন আরো অনেক
কবিতা আমরা ভবিষ্যতেও পাব আশা রাখছি যা ব্যক্তিগত হয়েও সর্বজনীন ।




................
আলোচক :
কান্তিলাল দাস
কিসমত অপূর্বপুর
( বেলতলা লেন )
ডাক - সিঙ্গুর
জেলা- হুগলি

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল