Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

শব্দের ঝংকার পত্রিকা বিষয়ে -- অমৃতা বিশ্বাস সরকার

 

অবিরাম অনুরনিত শব্দের ঝংকার

অমৃতা বিশ্বাস সরকার



শিরোনাম থেকেই কিছুটা আন্দাজ করা যায় যে আমার আলোচনার বিষয় শব্দের
ঝংকার-"শব্দের ঝংকার পত্রিকা"। দীর্ঘ ৩৯ বছর পেরিয়ে ৪০ বছরে পদার্পণ করতে
চলেছে এই পত্রিকা । অনেক চড়াই উতরাই পেরিয়ে তার সফল পথচলা ।

স্বর্গীয় তারাপদ মুখোপাধ্যায় ১৯৭৮
সালের অক্টোবরে প্রথম পত্রিকাটি প্রকাশ করেন । তারপর থেকে বাংলা
সাহিত্যকে সমৃদ্ধ করে এগিয়ে চলেছে শব্দের ঝংকার । বর্তমানে পত্রিকাটির
সম্পাদক হলেন সুনীল মুখোপাধ্যায়, যার নিরলস প্রচেষ্টা ও অমায়িক ব্যবহার
পত্রিকাটির সাফল্যের অন্যতম বুনিয়াদ । পত্রিকার পরিবার অনেকটা
একান্নবর্তী সংসারের মতো । একান্নবর্তী সংসারে গৃহকর্তার পাশাপাশি
অন্যান্য সদস্যদের সহযোগিতা ভিন্ন সংসারের উন্নতিসাধন যেমন সম্ভব নয়,
তেমনি পত্রিকার সাথে যুক্ত অন্যান্য সদস্যদের আন্তরিক সদিচ্ছা পত্রিকার
সমৃদ্ধির অন্যতম চাবিকাঠি । বর্তমানে শব্দের ঝংকারের এরকম ব্যক্তিত্বরা
হলেন-সংযুক্ত সম্পাদক স্বপন পাল, বার্তা সম্পাদক নুরুল ইসলাম খান,
সাংস্কৃতিক সম্পাদক ডাঃ সমীর কুমার বেতাল,প্রচার সম্পাদক সুজিত লস্কর,
কোষাধক্ষ্য প্রতীক চক্রবর্তী এবং প্রকাশক প্রদীপ রায় । শব্দের ঝংকার
প্রকাশ পায় অক্টোবর, জানুয়ারী, এপ্রিল ও জুলাই মাসে । প্রতিটি সংখ্যাই
বহু নবীন ও প্রবীন সাহিত্যিকদের সৃষ্টির সম্ভারে সজ্জিত । মূলত
ছড়া-কবিতার প্রাধান্য বেশি হলেও পরমাণু গল্প ও ছোট গল্পের পাতাও মন কেড়ে
নেওয়ার মতো । হাওড়ার সালকিয়া থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকাটির
পরিবারের সদস্যদের পারষ্পরিক আলোচনার স্বার্থে প্রতি মাসে আয়োজিত হয়
আলোচনাসভা । সুরুচি সম্পন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়
প্রতিটি সংখ্যার প্রকাশ অনুষ্ঠান । একটি পত্রিকার আয়ুকাল যেখানে এতই
দীর্ঘ,সেখানে এর গুনমান বিচার করার অর্থ নিছকই ঔদ্ধত্য প্রদর্শন । শুধু
এইটুকুই বলবো-

"অনেক পথ হেঁটেছো তুমি,

অকল্পনীয় তোমার সাহিত্য বৈভব ।

পত্রিকার জগতে ভাস্বর তুমি,

অনুরনিত-শব্দের ঝংকার, তোমার রব ।।"

~~~~****~~~~

AMRITA BISWAS SARKAR

VILL & POST-BHADUL

DIST-BANKURA

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩