Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

দেবদূতের কাব্যগ্রন্থ 'মন এক আগুনের নাম' ।। আলোচক - সুদীপ্ত ব্যানার্জি









 কাব্যগ্রন্থ 'মন এক আগুনের নাম'
 দেবদূত
 প্রচ্ছদ : কমল মন্ডল
 প্রকাশকাল : কলকাতা বইমেলা 2016
প্রকাশক : সুলগ্না এন্টারপ্রাইজ
মূল্য : ষাট টাকা














আগুন আত্তীকরণে বোধ সঙ্গম

 

 সুদীপ্ত ব্যানার্জি


দেবদূতের 'মন এক আগুনের নাম' কাব্যগ্রন্থেটির প্রথম কবিতা 'অধ্যায়'-এ 'উঠোনফুটির গন্ধ মেখে সন্ধা নামে'৷ এমনই সুন্দর দেশজ উপমার সঙ্গে কোনো এক অচেনার উদ্দেশে  যাত্রা শুরু করেছেন৷ পাঠক হিসাবে আমরা এখানেই থেমে থাকি না, কিশোরীর মোবাইল, ক্রিকেটের মাঠে শূন্য রানে আউট হয়ে ফেরা প্রভৃতি উপমা সহজেই ছুঁয়ে যায় ধমনী-শিরার বোধ৷

কাব্যের বেশ কিছু কবিতায় আমরা মন-আগুনের উষ্ণতা অনুভব করি তবে লেখকের মননশীলতা কখনই দাবানল-এ রূপান্তরিত হয় না৷ 
জীবন ও প্রেমের 'বারো ঘর এক উঠোন'-এ কবি যেন নগর বাউল৷ অনন্য চিরায়ত দৃষ্টিতে তিনি একের পর এক কথামালা বুনে চলেন৷ তাই বহুদর্শী হয়েও তার উপলব্দি— 
আলপনানো উঠোন আমার/ভুলিয়েছে নোনা সাগরের স্বাদটা!

কাব্যের প্রতিটি ছত্রে ছত্রে আমরা দেখতে পাই প্রেম, প্রকৃতি ও নাগরিকতার ত্রিবেণী সঙ্গম৷ কিছু কবিতা গান হলেও মন্দ হত না৷ এগুলোর গীতিময়তা আমাদের প্রাণ ছুঁয়ে যায়৷ কাব্যগ্রন্থে কিছু অনবদ্য পঙতির উল্লেখ না করলে আলোচনা অসম্পূর্ন থেকে যায়৷ যেমন ---
অবনত স্তনে আদরের দাগ কেউ জানবে না/ঝিনুকের পেটে নিরাকার সময় বদলে যাবে মুক্তর আদলে (আমি ও শীত)

বিশ্বায়ন ডাকে কাকে আর কাকে/ বুঝি এবার কমে যাবে চাপ/ গণতন্ত্রে রাজা আমরা সবাই/কোথাও ঈশ্বর কোথাও পাপ!(বিবর্তন)

তোমার নামের মৃত্যু কফিন/আজো গায়ে জড়িয়ে আছি/বললে পারো মুক্তি কিসে/কেমন করে আমি বাঁচি!(জীবিত ও মৃত)

ইচ্ছে মিথেন হাওয়ায় পোড়ে/ কে আর বোঝায় তাকে/গাছের শরীরে পেরেকের যন্ত্রণা/কেই বা মনে রাখে (রক্তক্ষরণ)

যাও সব নিয়ে যাও বেলা শেষের রোদ/হাত ঘড়ির নিচে বাকি উত্তাপে আমি পেরিয়ে যাব শীত (মকরন্দের আঠা)

সামগ্রিক ভাবে 'মন এক আগুনের নাম' সর্বাঙ্গসুন্দর ও সুখপাঠ্য কবিতার বই৷

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩