বইয়ের নাম : ঈশ্বর পেয়েছি একবুক ।। কবি : তাপস দাস ।। আলোচক - মৌসুমী ভৌমিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, June 16, 2018

বইয়ের নাম : ঈশ্বর পেয়েছি একবুক ।। কবি : তাপস দাস ।। আলোচক - মৌসুমী ভৌমিক

 

বই : ঈশ্বর পেয়েছি একবুক
কবি : তাপস দাস
প্রকাশনী : উড়ান প্রকাশনী
প্রকাশ : এপ্রিল 2018
মূল্য। : 30 টাকা


 

 

 

 

 

 

 শব্দ নিয়ে খেলা যেন সহজাত

মৌসুমী ভৌমিক


কবি তাপস দাসের প্রথম কবিতার বই 'ঈশ্বর পেয়েছি একবুক'। অবশ্য আমিও ঠিক
জানি না যে আমি বই আলোচনা করার উপযুক্ত কিনা। তবু দায়িত্বটা যখন এসে পড়ল
বইটি আরো কয়েকবার পড়ে ফেললাম। বইটিতে ছাব্বিশটি কবিতা স্থান পেয়েছে।
কবিতাগুলো পড়ে কিন্তু মনে হল না কবিতাজগতে কবি নতুন মুখ। শব্দ নিয়ে খেলা
যেন সহজাত।

ছুঁয়ে যাওয়া কিছু লাইন -

'মেঘের স্বাগত ভাষণের পরে ঝড় এলে
তাকে ভালবাসা বলে। '

'কেবলই ছবি সুন্দর হয় আমি নয়
আমি দেশের ভেতর
দশ হাতের বালিশে শুয়ে থাকা থ্যাবড়া মুখ
মুখই আছি। '

স্তব্ধ হয়ে গেলাম 'মা' কবিতা পড়ে --
'কলাপাতা নুয়ে যায় সেই শুদ্ধতায়
বেয়ে নামে শিশিরের দেশ
কথামালা শাড়িটির পাড়
ইন্দ্রিয় -অতীন্দ্রিয় সংসার
মায়ের পা'য়।'

কবির কবিতা পড়ে তার ঈশ্বর প্রেমে মুগ্ধ হই। এত সুন্দর অনুভূতি, আমি অবাক
হয়ে পড়ি -
'এখানকার পাশের গলিতে ঈশ্বরও থাকেন/ পূর্ণ ঐশ্বর্য প্রেমকে পেলে/
ঈশ্বরও মেলে, সংজ্ঞাহীন..... '

'শূন্য শেখা হলে, পাতায় পরিণাম মেলে /অঙ্ক ও বাবা/ মা শিল্পের দেবী। /
আমি ঈশ্বর পেয়েছি একবুক / আমি কবি। '

ভাত, সেলাই, হাড়ি, নিজস্বী - প্রভৃতি আধুনিক কবিতাগুলি পাঠকদের ভাল
লাগবে। সৌরভ মিত্রের ছিমছাম প্রচ্ছদ বইটিকে আরও সুন্দর করে তুলেছে। তবে
কাগজ আর একটু ভাল হলে ভাল হত।

====================================


আলোচক - মৌসুমী ভৌমিক
                 গ্যাংটক

No comments:

Post a Comment