কাব্যগ্রন্থ: স্তব্ধ চোখে চিহ্নতারা ।। কবি: সুবীর ঘোষ ।। পাঠপ্রতিক্রিয়া: সঞ্জয় সোম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, June 16, 2018

কাব্যগ্রন্থ: স্তব্ধ চোখে চিহ্নতারা ।। কবি: সুবীর ঘোষ ।। পাঠপ্রতিক্রিয়া: সঞ্জয় সোম







কাব্যগ্রন্থ: স্তব্ধ চোখে চিহ্নতারা
কবি: সুবীর ঘোষ
প্রকাশ: ১৪২০
প্রকাশক: পাঠক:কলকাতা
প্রচ্ছদ: দেবাশিস সাহা
মূল্য:৮০টাকা











 

তীক্ষ্ণ নজর নতুন শব্দজোট তৈরিতে


সঞ্জয় সোম


স্তব্ধ চোখে চিহ্নতারা: কাব্যগ্রন্থ: সুবীর ঘোষ: প্রকাশ:১৪২০
প্রকাশক:পাঠক:কলকাতা:প্রচ্ছদ:দেবাশিস সাহা :মূল্য:৮০টাকা

কবি সুবীর ঘোষের এই গ্রন্থ খুব মন দিয়ে পড়লাম। কোনও কোনও লেখা দুবার
তিনবারও পড়েছি।বুঝতে চেষ্টা করেছি কবির নির্মাণ শৈলী ও বিষয়ভাবনা।

কবি-সম্পাদক সুবীর ঘোষ একটি পরিচিত নাম। পত্রিকা সম্পাদনায় ও নিজস্ব
কাব্যচর্চায় কবি যথেষ্ট পরিচিত। দীর্ঘপথ তিনি এ পথে পেরিয়েছেন। এগারো
বারোটি কাব্যগ্রন্থ তাঁর আছে। সম্পাদনার ভালো চোখ তাঁর আছে। অনেকদিন ধরে
তাঁর সঙ্গে যোগাযোগ। এই পরিধিবাসীর অনেক লেখা আমাদের বন্ধুটি প্রকাশ
করেছে। নিজে এখানে যথেষ্ট পরিচিতি পেয়েছি।

খুব সম্প্রতি বন্ধুটি,স্পিড পোস্টে তাঁর কাব্যগ্রন্থ পাঠান। খুব মন দিয়ে
পড়লাম তাঁর বই। একটু পাঠপ্রতিক্রিয়া লিখছি কবির বইটি নিয়ে।

আমাদের এই কবি, মনে হয়,পরিচিত আবেগের বাইরে থাকেন। লেখেন নিজস্ব অভিজ্ঞতা
ও বুদ্ধির উপর ভিত্তি করে। লেখায় নেই কোনও শব্দের বাহুল্য। বিষয়ে স্থান
পেয়েছে চলমান সময়। অন্তত আমার তাই মনে হয়েছে। পাঁচ ফর্মার গ্রন্থে
ভীষণভাবে কাজ করেছে কবির নিজস্ব বোধ।

এক কথায় ভালো লেগেছে বইটি।তাঁর একত্রিশটি লেখা আমার খুব পছন্দ হয়েছে।
তাঁর তীক্ষ্ণ নজর ছিলো নতুন শব্দজোট তৈরির ক্ষেত্রে। একজন পাঠক হিসেবে
বেশ লেগেছে আমার।

================================================

সঞ্জয় সোম //কোচবিহার //

---------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment