Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

আমার ঈশ্বর ও মাকড়শা ---জাকির হোসেন স্মৃতিজিৎ ।। আলোচকঃ শুভাশিস দাশ





।। আমার ঈশ্বর ও মাকড়শা।।
।। জাকির হোসেন স্মৃতিজিৎ ।।
।।শব্দ সাঁকো, পূর্ব মেদিনীপুর ।।
।। মূল্য :এক শত টাকা ।।













 

একটি ভালো লাগা কাব্যগ্রন্থ

---------------শুভাশিস দাশ

উত্তর বঙ্গে এই মুহূর্তে যে কজন ভালো কবিতা লিখছেন জাকির হোসেন স্মৃতিজিৎ
তাঁদের একজন l উত্তরবঙ্গ তো বটেই তাঁর কবিতা উত্তরের বাইরেও ম্যাগজিন
গুলোতে প্রকাশ হচ্ছে নিয়মিত l
পেশায় শিক্ষক হলেই সাহিত্য তাঁর জীবনে যে ওতপ্রোত ভাবে জড়িয়ে তা ওর
স্বভাবই বুঝিয়ে দেয় l
সম্প্রতি প্রকাশ পেলো উত্তরের বিশিষ্ট কবি জাকির হোসেন স্মৃতিজিৎ এর
দ্বিতীয় কাব্যগ্রন্থ "আমার ঈশ্বর ও মাকড়সা " l
তেপান্নটি কবিতা নিয়ে এই বইটি প্রকাশ করেছে শব্দ সাঁকো প্রকাশন l
জাকিরের কবিতায় রূপকের ব্যবহার আর শব্দ চয়ন কবিতাকে অন্য মাত্রা এনে দেয়
যা আধুনিক কবিতার এক অন্যতম দিক lঅঙ্গ সজ্জা আর ছন্দের লালিত্য কবিকে
আলাদা করে চিনিয়ে দেয় l জীবন যন্ত্রণা ,সুখ দুঃখের দোলাচলে মানুষের প্রেম
ভালবাসায় আঘাত এবং জীবনের ওঠানামার পরতে পরতে যে আত্মোপলব্ধি তার সুন্দর
প্রকাশ তাঁর কবিতায় দেখতে পাই l তাঁর সুচিন্তিত কাব্য সত্বার প্রকাশে
তাই তিনি অনায়াসে বলতে পারেন "অন্তত একটা বিশুদ্ধ সূর্য-জন্ম দেখাবে বলে
/আমার ব্রহ্মতালুতে জাল বুনছে আমার ঈশ্বর ও মাকড়শা " l
কবি তাঁর কবিতায় সব সময় নতুনের স্বাদ পাঠক কে অনায়াসেই দিতে পারেন l
সময়ের সাথে তাল রেখে অকপটে লিখে ফেলেন "এই দেখো ,আমাদের পক্ষীরাজ ঘোড়া
ঢুকে পড়লো পৃথিবীবৃত্তে / শীততাপ নিয়ন্ত্রিত আকাশের মাঝখান দিয়ে নামছি
আমরা " (অন্বেষাকে নিয়ে ফিরছি ) l
ছাত্র জীবন থেকেই তাঁর কাব্য চর্চা l প্রেম-প্রকৃতির বাঙ্ময়তায় যে ছবি
কবি আঁকেন তার সবটাই ধরা এই কাব্যগ্রন্থের প্রায় প্রতিটি কবিতায় l কবির
স্বতন্ত্র উচ্চারণ আলাদা করে চিনিয়ে দেয় কবিকে l কবিতা গুলো পাঠক কে
আনন্দ দেবে এটা বলা যায় l
---------------------------------------------------------
আমার ঈশ্বর ও মাকড়শা
জাকির হোসেন স্মৃতিজিৎ
শব্দ সাঁকো
পূর্ব মেদিনীপুর l
মূল্য :এক শত টাকা
-----------------------------------------------
শুভাশিস দাশ, দিনহাটা
কোচবিহার l

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩