Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

সঞ্জয় গায়েনের অণুগল্প

                                            

বউ বাসুন্তী



 'বউ বাসুন্তী' কি বাপি?

 অফিসছুটি। বর্ষাও প্রায় শেষ হতে চলেছে। তাই ঠিক করেছিলাম, র‍্যাকে তুলে রাখা বইগুলোকে একবেলার রোদ খাওয়াবো। সেই মোতাবেক সকালের চা খেয়েই ছাদে উঠে তোড়জোড় শুরু করেছি। আমার ছেলে তুতানও হাত লাগিয়েছে। এক এক করে বই রোদে দেওয়া হচ্ছে, আর ছেলের প্রশ্ন আসছে, ওটা কিসের বই, এটা কি নিয়ে লেখা। আমি যতটা পারছি উত্তর দিচ্ছি। আমারও মনে প্রশ্ন জাগছে। মনে পড়ছে বইগুলো কেনার সময়ের কথা। কত সব স্মৃতি। ঠিক তখনই তুতানের জিজ্ঞাসা, 'বউ বাসুন্তী' কি বাপি?
          ওর প্রশ্ন শুনে হাতের বইটা রেখে ওর দিকে তাকাই। দেখি, ওর হাতেও একটা বই। কিন্তু কি বই দেখতে পাচ্ছিলাম না। প্রথম মনে হল, কোন বইয়ের নাম দেখে ও জিজ্ঞাসা করছে। পরক্ষণেই ভাবলাম, আরে ওই নামে তো কোন বই নেই। থাকলেও আমার জানা নেই। তাই ওকে বললাম, কি বই তোর হাতে? আর 'বউ বাসুন্তী' কথাটা পেলি কোথায়?
'এই তো তোমার বইটার প্রথম পাতায় লেখা, বউ বাসুন্তী তে হেরে যাওয়া সঞ্জু কে।'
            বইটা হাতে নিতেই হু হু করে সব মনে পড়ে গেল। বাসুন্তী আমাকে আমার জন্মদিনে উপহার দিয়েছিল। বইটা। সেই প্রথম আর শেষ উপহার।
         'কি হল বাপি? বললে না?'
'বউ বাসুন্তী একটা খেলার নাম বাবু। আমাদের ছোটবেলায় তো আর তোদের মতো মোবাইল ছিল না। যে ঘরের সোফায় বসে গেম খেলব। আমাদের খেলা মানেই মাঠে ছুটোছুটি।' তুতানের কৌতুহল মেটাতে সংক্ষেপে এইসব বললাম। কিন্তু এটুকু শুনে ওর জিজ্ঞাসা আরও বেড়ে গেল, 'ছুটোছুটির সঙ্গে বউ বাসুন্তী-র কি সম্পর্ক?'
          এই হল এখনকার ছেলেমেয়ে। যুক্তি দিয়ে সব বুঝতে চায়। একবার ভাবলাম, ধমক দিয়ে ওকে নিচে পাঠিয়ে দিই। পরে ভাবলাম, না না তা ঠিক হবে না। জানতে চাইছে যখন বলেই দিই, এই খেলায় একজন বউ সাজতো। সে উবু হয়ে বসে থাকতোআর তাকে ঘিরে অনেক জন গোল হয়ে দাঁড়াতো। বউ যাতে পালাতে না পারে। এদিকে একজন থাকতো যে বউকে নিয়ে পালাতে চায়। তাই সে দৌড়ে দৌড়ে অন্যদের তাড়িয়ে দিয়ে আসতো। আর বউকে পালাবার সুযোগ করে দিত। বউ যদি পালাতে পারতো তাহলেই জিৎ।
            তুতান কি বুঝল কে জানে। ওটুকু শুনেই নিচে নেমে গেল। আরও বই আনতে। আর আমি ওর হাত থেকে নেওয়া বইটি হাতে দাঁড়িয়ে। সেই ছোটবেলায় যেমন দাঁড়িয়ে পড়তাম। আর বাসুন্তী এসে বলতো, তুই কবে ছোটা শিখবি। আমি বলতাম, কি হবে শিখে? 'না ছুটলে বউ বাসুন্তী তে জিতবি কি করে?'
           আমার জেতা হয় নি। অন্যের বউ হওয়ার আগেও আমাকে বারবার বলেছিল, চল সঞ্জু, পালাই। একবার অন্তত জিতি। তাও পারি নি। বাসুন্তী এখন অন্যের বউ।

=============

                            

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল