কুনাল গোস্বামীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, September 15, 2019

কুনাল গোস্বামীর কবিতা

 

অপেক্ষারত রাত...

 

অনবরত মেঘেদের অশ্রুধারা টুপটাপ গড়িয়ে পরছে ছাদের কার্নিস্ বেয়ে
চারিদিকে থমথমে নিস্তব্ধতা.... 
ঘরের ভিতর অবিচ্ছেদ্য অন্ধকার,ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আঁশ বঁটিতে সান্ দেওয়া কটা কবিতা
আমি আর এক পোস্তর ঘুমের আয়োজন করছি সবেমাত্র 
সিলিং বেয়ে নেমে আসছে জিজ্ঞাসাচিহ্ন ভ্যামপেয়ারের মতো 

হয়তোবা এখানেই সব শেষ কিংবা আরও একটা নতুনের প্রস্তুতি 
যেমন মৃত্যুর পরে একটা নবজন্মের সূচনা। 
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে পারিনা
কত প্রাগৈতিহাসিক পৈশাচিক অন্ধকার দানা বেঁধে আছে ঐ রক্তবর্ণ চোখে

অতঃপর ভোর হয়,দিনের প্রথম হলদেটে সূর্যের দিকে আঙুলের নিশানায় বলি-
"এখানেই সব শেষ নয়,এরকম আরও একটা অন্ধকার রাত অপেক্ষা করে আছে আমার জন্য।"

---------------------------------------------------------------------

 কুনাল গোস্বামী
গ্রাম- পূর্ব কন্যানগর
পোস্ট- কন্যানগর
জেলা- দক্ষিণ ২৪ পরগনা
মুঠোফোন- ৯১৬৩৯৪৭১৬২