কবিতা - তাপসকিরণ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 19, 2019

কবিতা - তাপসকিরণ রায়



তোর কথা খুব মনে পড়ে 




সব কিছুই আজ অনেক দূরে সে বালক বেলার দৃশ্যপট,  
টুকরো স্মৃতির ঝাপসা চোখে জড়িয়ে আছে জীবন জট !

মাঠে মাঠে ঘুরে ফিরতাম দুপুর রোদের ঝাঁকে 
উঁকি দিয়ে দেখতাম তোকেই জানালার সেই ফাঁকে। 

নদীর চড়ে ঘুরতাম ফিরতাম কখন আসবি তুই-- 
তোকে নিয়ে ছুটির বেলায় খেলতাম ছোঁয়া ছুঁই। 

কানামাছির বাঁধান কাপড় কোথায় যেন উড়িয়ে নিলো, 
বাঁধা মনের ঘূর্ণিপাকে সে সব দিন যে স্বপ্ন হল। 

ঝড় জলের ওই বৈশাখীতে তোর আমার সেই ছুটোছুটি-- 
ছিল গল্পগাঁথার ফাঁকে ফাঁকে হাসি হুল্লোড় লুটোপুটি। 

ছোট বেলায় আমের বোলের গন্ধে তোকেই পাই, 
হায় রে সময়, অকাল বেলায়, দেখি, সে সব কিছুই নাই !

শান্ত দীঘির টলমল জল আয়না দিতো মেলে, 
তুই আর আমি পা ডুবাটাম সময় কাটতো খেলে।

শাস্তির ভয়ে স্কুল পালানো, ছিল কি এক এডভেঞ্চার ?
তুই ছিলি ভীতু, বলতি আমায়--পালিয়ে তুই যাবি কোথা আর ?

খটখটে রোদে ঘুরে বেড়াতাম তুই দাঁড়াতি জালানায়, 
বলতিস তুই, এই, ঘরে যা না--পড়বি জ্বরে বিছানায়।

তুই পেতি ভয়, আমি তাই আরো ভয় দেখাতাম তোকে,
আমায় ছুঁয়ে তুই কাঁদো কাঁদো দুটি ভীতু লাল চোখে। 

আড়াল আবডালে বকুলের ফুল কুড়াতি খেলার ছলে,
গাঁথতি মালা, মৃদু হেসে পরে, পরাতি আমার গলে। 

কোথা গেলি তুই তোরই অভাব মনে অনুভব করি 
উঁকি দিয়ে যায় তোর সেই মুখ অনুতাপে মন ভরি। 

সে সব জীবন পেরিয়ে এলাম কোথা গেলি তুই হারিয়ে ?
আজ মনে হয় তোর অপেক্ষায় এখনও আছি দাঁড়িয়ে !