কবিতা- পলাশ প্রধান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 19, 2019

কবিতা- পলাশ প্রধান

 

ফিরে আসিস 



বান্ধবী তোর ফিরে আসার অপেক্ষারা
দীর্ঘ থেকে দীর্ঘতর।
ফিরবি কি তুই?
যে পথে তোর চলে যাওয়া
সেই পথেতে দাঁড়িয়ে আজও
চায়ের দোকান, ফুচকা কাকু, আলু কাবলি
গান্ধি মূর্তি, হয়তো সবাই তোর অপেক্ষায়
দেবদারু গাছ, শালিক পাখি, ফিঙে ফড়িং
প্রজাপতি, পাগলী বুড়ি, ঝুপড়ি বাড়ি।
বৃষ্টি ভেজা মেঘের বিকেল তোর অপেক্ষায়।
সন্ধ্যা নামে মনখারাপের।
স্তব্ধতার উৎস থেকে একটা নদী......
বইছে শুধু তোর অপেক্ষায়।
বান্ধবী তুই আসবি ফিরে?
ফেরাটা কি খুবই কঠিন?
বান্ধবী তোর ফেরার অপেক্ষায়........
অক্ষরগুলো রাত্রি জাগে
শব্দের ভেতর যদি  ফিরিস।
এ জন্মে নাই বা ফিরিস,
জন্মান্তরে ফিরে আসিস অন্য জন্মে। 
========================

পলাশ প্রধান 
ডিঃ কাশিমপুর, ঈশ্বরপুর
চন্ডীপুর,  পূর্ব মেদিনীপুর।
pradhanpalas100@gmail.com
৮১১৬৪০০৪৩৭।