কবিতা: নারায়ণ প্রসাদ জানা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 19, 2019

কবিতা: নারায়ণ প্রসাদ জানা

ফসিল



ফিরে এলাম সভ‍্যতার প্রাচীর ডিঙ্গিয়ে
স্তরে স্তরে সাজানো ধ্বংসাবশেষ
পলেস্তারা খসে খসে পড়ছে গা থেকে,
বিকলাঙ্গ ক্ষয়ে যাওয়া পঙ্গু শরীর
হারিয়ে যাওয়া ছায়াপথে তোমার সমর্পন।
শুকনো পাতার মচ মচ শব্দ
শুচিদ্রুম-ভান্ডীর দেহাবশেষ।
ফিরে যাই কৃষ্ণ গহ্বরের দেশে
আলিঙ্গনে জড়াতে চাইলে পারিনা,
ধূসর স্মৃতিপটে ক্ষয়ে যাওয়া অতীত
ক্ষয়ে যাওয়া মূল্যবোধের মত ধীরে ধীরে অপসৃয়মান।
নিভে যাওয়া হাজার আলোকবর্ষ দূরে
নক্ষত্রের মত ; ফসিলের মাঝে
জ্বেলে রাখ ঐতিহ্যের দীপ।
=================
নারায়ণ প্রসাদ জানা
গ্ৰাম+পোস্ট=হাঁসচড়া
জেলা-পূর্ব মেদিনীপুর
মোঃ-9434128211