কবিতা -- চন্দন সুরভি নন্দ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 19, 2019

কবিতা -- চন্দন সুরভি নন্দ


সামনে পেছনে 

                    
ধেয়ে আসে সময় 
মহাকালের পথে 
নক্ষত্রের অবস্থান জুড়ে 
প্রলয়ের বিভীষিকা ডাকে 

এখনো দৃষ্টি ঘিরে ভীড় করে 
সাজানো বাগানের ফুল 
চাঁদনী আকাশ 
প্রবাহমান নদীর কূল 

পেছন ফিরে চাই 
পথের কিনারা নাহি পাই 
হারিয়েছে শৈশব যৌবন
সময়ের সাথে 
মিশেগেছে পথঘাট 
হারিয়েছে খেলার মাঠ 
নগরের কংক্রিট ছায়াতে

সবই সময়ের দান
জীবনের স্রোত সম্মুখে বহমান 
ভরা কটালের বান

পেছনের নদী শুকিয়ে যায়
পেছনে ভাটার টান।

------------------


চন্দন সুরভি নন্দ 
রেভিনিউ অফিসার 
মানবাজার 2
বোরো
পুরুলিয়া 
723131
Pho-9163332432