কবিতা - প্রসেনজিৎ মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 19, 2019

কবিতা - প্রসেনজিৎ মাইতি


ফিরে দেখা""""""""""""""""

সেদিন রাতে--------
তুমি মিশেছিলে জোৎস্নার নীলে।
হাজার ক্রোশ পথ পেরিয়ে
ডুবে ছিলাম ভালোবাসার 
নীল সাগরের মাঝে।

তোমার ডাকে---------
মাতাল ভ্রমর হয়েছিলাম
ভালোবাসার পরাগ ডালে।
সমাজের বদ্ধ প্রাচীর ভেঙে 
তুফানি ঝঞ্ঝার
চিত্ত থেকে দেখা তোমায়।

যখন,কয়েক বছর তুমি----------
সশস্ত্র পাহারায়
ক্রীতদাসী ছিলে।
এখন তুমি-
একফালি স্বাধীন নিশ্বাস 
আমার বির্চুণ ফুসফুসে।

===============
নাম - প্রসেনজিৎ মাইতি
গ্রাম - নেলুয়া 
পো - শুকরুল্লাপুর 
থানা - ভগবান পুর
জেলা - পূর্ব মেদিনীপুর 
পিন - ৭২১৬২৬