কবিতা : চন্দন মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 19, 2019

কবিতা : চন্দন মিত্র

            
          ফিরে দেখা
( কবিতা-শহিদ বিনয় মজুমদারকে মনে রেখে )

                 
            কেবল পিছনে দেখা
            ফিরে ফিরে ফিরে
            প্রকৃত ফেরার স্বাদ
            নিতে গিয়ে হেরে
            বেদম প্রহৃত হয়ে
            ফিরে যেতে হয়
            ফিরে দেখাটুকু মায়া
            শুধু অপচয় ... 

           তবুও তাকাতে হয়
           ফেলে আসা দিনে
           তবুও জড়াতে হয়
           পুরাতন ঋণে
           স্মৃতির সরণী বেয়ে
           হাঁটার নেশায়
           যে মজেছে অকপট
           তাকে কে ফেরায় ...

           সে তখন সারল্যের
           বেদনা-লাঞ্ছিত
           হেঁটে যায় টানটান
           শ্রী বিতর্কাতীত
           বিনয়ের মজুমদার 
           গায়ত্রীর জপে
           যেমন শহিদ হয়
           তীব্র মনস্তাপে  ...

        =============

চন্দন মিত্র
ভগবানপুর ( হরিণডাঙা )
ডায়মন্ড হারবার , দক্ষিণ চব্বিশ পরগনা
সূচক --- ৭৪৩৩৩১