মোনালিসা পাহাড়ীর কথ‍্য ভাষার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 19, 2019

মোনালিসা পাহাড়ীর কথ‍্য ভাষার কবিতা


সেসব দিন



আমানেকার টকাকালে থায়লা কত খেলা
থায়লা কত আনন্দ আর, যাইতি কত মেলা।
চুকিতকিত খেলতি মোন্নে বৃষ্টিকালের দিনে
সীতাহরণ বি খেলতি বিকালবেলা হিনে।
পড়াশুনার চাপ তখন থায়লানি বি অত
সন্ধ্যা হিনে মা কাকিমা খেলতন লুডু কত।
মোন্নে বি সব পাশে বুশি দেখতি সেসব খেলা
দিনগা সব কাটি যাইতা করি করি হেলা।

তবুও তখন শান্তি কত থায়লা ঘরে ঘরে
থায়লা কত ভালাবাসা নিজের আর পরে।
দুহাত মানুষ বাড়িই রাখতা পরের ভালার জন্য
থায়লানি অত হিংসা দ্বেষ লোভ লালসা বন‍্য।
খাওয়ার অভাব থায়লা তবু দয়া মায়া মনে
দিনের শেষে প্রেম পিরিতি রইতা মানুষ জনে।
সেসব দিন কুনমা গেলা ফিরিকি পাবানি
মরিগেনেবি সেসব দিন জীবনে ভুলবানি।

============

মোনালিসা পাহাড়ী
প্রযত্নে- চন্দন দাস
মনোহরপুর, গড় মনোহরপুর
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, ৭২১৪৫১