Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

কবিতাগুচ্ছ সান্ত্বনা চ্যাটার্জ্জী

 

ঠিকানা



আমি ছিলাম সপ্তদশী তখন ফাগুন মাস,
আকাশ জুরে রঙের মেলা ,
স্বপ্ন ভরা চোখে;
দেখে ছিলাম তোকে।
মেঘের ভেলায় শিশু রবি আগুন বরণ
কায়া , তারই মাঝে দেখেছি তোর ছায়া ।
একটি দশক পরে .. তুই এলি আমার ঘরে ;
আমার জীবন আলো করে ।
তোর তো সবই ছিল.. আমি কিছুই রাখিনি বাকি;
তুই ছেড়ে কেন গেলি আমায় ,
,জীবন জুরে আঁধার ।
গ্রহন লেগে সুর্য যেমন আকাশ কে দেয় ফাঁকি
মাঘের শীতের সায়াহ্নে আজ শুকনো চোখে
চাই- শুস্ক নদী ,ধুধু প্রান্তর, শুধু বালিয়ারি
পাই ।
তুই আছিস কোথায় জানি ; তোর প্রার্থীব ঠিকানা টা;
নাইবা দিলি আর -স্বপ্ন ভাঙ্গা হৃদয় মনে
নেই তার দরকার ।



সহসা কোথা থেকে এলে ফিরে !
মনে হয় যেন যুগ যুগ পার করে দেখা
সেই উষ্ণ কোমল হৃদয়,
দৃষ্টি নরম মেলে দিলে!
যেন এক রাশ সাদা মেঘ
শরত আকাশে,
এক পশলা বৃষ্টি যেন
জৈষ্ঠের তপ্ত বাতাসে ।
ছায়া ছায়া মুখ
ভাসা ভাসা কথা
প্লাবনের মত ডুবাল আমায় ।

ভেবেছিলে কোনোদিন
আমার এই কায়া
হারাবে যে তার সব পেলবতা
কঠিন দৃষ্টি ,হবে রুক্ষ স্পর্শ তার
ক্রুদ্ধ হবে ভাষা !

বেল কুঁড়ি এই কোমল হৃদয়
কেকটাসে হবে পরিণত ।
শীতের সকাল আজ পাতা ঝরা বেলা
ফিরে দেখি আজও তুমি আছ সেই
উষ্ণ সকাল জুরে ,
ভালোবাসা ভালোবাসি খেলা!
নরম হৃদয়াকাশে
গোলাপী গধুলি ঘিরে
ফেলে আসা আমার মেয়ে বেলা ।।




একা


সেদিন সবুজ উপকায়
দাড়িয়ে ছিলাম একা,
চারি পাশে কাটাগাছের মেলা
তখন ছিল পড়ন্ত বেলা ।
তুমি ছিলেনা কাছে কোনোখানে-
যেমন থাক হয়ত ছিলে নিজের মনে
ব্যস্ত কাজে টেবিল-চেয়ার জুড়ে।
আমি ছিলাম আমার স্বপ্নপুরে ।
কাছে কোথাও আর ছিলনা প্রাণী
মন বলল্ আমি জানি জানি।
একা হবার আনন্দটা কিযে
একা হয়েই বুঝতে হবে নিজে।
সেদিন সবুজ উপত্যকায়
পিছন ফিরে দেখা
চলে এলাম এতটা পথ
কেমন একা একা।

স্বপ্ন যখন ভাঙ্গে


স্বপ্ন চোখে ভাসে 
মায়ের স্বপ্নে খোকা হাসে
তাকিয়ে দেখে ঘুমের থেকে 
দেয়াল চারি পাশে।
কঠিন দেয়াল যত 
কঠিন তারি মত
স্বপ্ন এমন ভাঙ্গা ।
স্বপ্নে খোকার নরম দুটো 
চরন ছিল রাঙ্গা। ।
নরম ছিল মুঠি 
হাঁটত গুটি গুটি,
টলো মলো পায়ে ।
বছর গেলে মায়ের খোকা 
চলত রাগা পায়ে।
মায়ের কোল ঘেঁসে 
দাঁড়াত সে এসে
ঘুমটি এলে পরে,
মায়ের বুকে পরম সুখে
থাকত ঘুমের ঘোরে।
ইঁটের দেয়াল, সিমেন্ট দিয়ে
বাঁধান ঘর বাড়ি।
তাইতে খোকা করেছে কি আড়ি
মায়ের সাথে আজ ?
খোকার ডাকে 
স্বপনপুরে আসবে কখোন মাগো
সাঙ্গ করে দালান বাড়ির কাজ!

খোকা আছে দাঁড়িয়ে ঐ 
স্বপনপুরের দ্বারে,
হাত বাড়িয়ে ডাকছে - ওমা মারে
নে মা আমায় কোলে।দ
মা কেঁদে কয়-
হায়্রে জীবন বেঁধেছ আজ
এ কোন জাঁতাকলে
খোকার স্বপ্ন কেঁদেই গেল চলে 

একাকীত্ব


।আবার নিঃশ্বঙ্গ একা, 
তবু নয় আগেকার মত।
লেখা, আকা ছিল যত সঙ্গী-সাথী
তারাও গিয়েছে ছেড়ে
মন একা একা ফেরে
উদাসী দুপুরে ।

রাতের আশ্রয় শুধু বালিশ-বিছানা
বিক্ষিপ্ত মন চায় বলিষ্ঠ ঠিকানা ।
মার মত উষ্ণ কোনো 
কোমল হৃদয়, বন্ধুর মতন প্রেম
যার কাছে সমর্পণ
শুধু দেহ নয়।
পাপ দেওয়া-নাদেওয়ার 
মাঝে
মরে মাথা ঠুকে
না-বলা অনেক কথা
বথা হয়ে জমা হয় বুকে ।  


Santwana Chatterjee 
A166 Lake Gardens
Kolkata 700045
9830322601




নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩