কবিতাঃ সুমন দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 19, 2019

কবিতাঃ সুমন দাস


 "প্রেম"



কেউ ত আমাকে ভালোবাসেনি 
বেসেছিল এক কৃষ্ণকলি
যথার্থ মর্যাদা পায় নি সে
সে যে ছিল না কৃষ্ণচূড়া, রাধাচূড়া 
ধুলো ভেবে চলে গেছি
আজ সেই ধুলোতেই মন মিশতে চাই।
জানতাম না আমার স্বপ্ন সে যত্ন করবে কি না
তার দুর্বল কাঁধ পাতবে কিনা 
কাঁদবে কিনা 
তবু আজও স্বপ্ন দেখি সে একই আছে
সে আজ কৃষ্ণচূড়া রাধাচূড়া 
সেই অবিচ্ছেদ্য টান বোধ করছি
যেন চোখের জলে বেরিয়ে আসবে হৃদপিণ্ড 
কি নির্লজ্জ বেহায়া
তাকেই ভাবছি যাকে আশ্রয় দিই নি সন্ধ্যার এলোমেলো লতাপাতায়
তাকেই ভাবছি যে স্বপ্নে আছে অনেকদিন 
দীর্ঘশ্বাস ছাড়ে দুর্গমতা 
বোধহয় এটাই প্রেম। 


 "ঘুরে দেখি"


ঝলমলে আলোয় ময়ূর না সেজে কাক হওয়ার গল্পগুলি 
পাগলের পথে ঘুরে ফিরে এসে আচ্ছন্ন করে দেয় আগামী 
ফিরে আসে ফের খামখেয়ালীপনা 
আবার ভাবি 
বোজা চোখে উঠে আসে কান্না 
হাসিও আসে তারপর আর না।

===================

নাম- সুমন দাস 
ঠিকানা- গ্রাম+পোস্ট- বড়বেলুন 
জেলা- পূর্ব বর্ধমান 
থানা- ভাতাড়