কবিতা -- এষা চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 19, 2019

কবিতা -- এষা চক্রবর্তী



ফেলে আসা স্মৃতি


কত পথ পেরিয়ে এসেছি তবু,
মনে হয় পাবো কী তোমায়?
কোথাও গিয়ে মনে হয়
তুমি আসবে ফিরে আবার
আমি সেই হারিযে যাওয়া দিনগুলো
আবার পেতে চাই।
যতক্ষণ না রাত্রিতে ঘুম আসে ততক্ষণ,
সেই হারিয়ে যাওয়া স্মৃতি গুলো মনে করি।
কিছুক্ষণ ভাবার পরেই মনে হয়,
সে কথাগুলোর মধ্যে সবই ভুল।
না,সবভুল হতে পারে না।
সেই হারিয়ে যাওয়া স্বপ্ন,ইচ্ছা,
আশা,আকাঙ্খা আবার আমাদের 
পূর্ণ হবে।
তুমি আসবে তো?
আমি তোমার অপেক্ষায় রইবো।
আমার হারিয়ে যাওয়া স্মৃতি
আমি তোমায় ভালোবাসি ।

==================
নাম-এষা চক্রবর্তী
ঠিকানা-১৫/এ,শিতলাতলা লেন,কুতুবপুর মালদা
ইংরেজবাজার পিন নং-৭৩২১০১
ইমেল আইডি-esha2946@gmail.com
ফোন নং-৯৪৭৫০৯৪৮০০