সবিতা বিশ্বাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 19, 2019

সবিতা বিশ্বাসের কবিতা

প্রথম চিঠি


আমি তখন একটু বড় ফ্রকটা ছেড়ে শাড়ি
শহর থেকে তোমরা এলে ঠিক পাশের বাড়ি
ব্লক অফিসে তোমার বাবার খুব উঁচু পোস্ট
মা বললো, নতুন ওরা আমরা ওদের হোস্ট

ছিলাম আমি আদুরে মেয়ে পড়াশোনায় ভালো
বাবা বলতো, মিঠি সোনা আমার ঘরের আলো
তুমি এসে ভর্তি হলে আমারই সেকশনে
মোটা ফ্রেমের চশমা চোখে আছে আমার মনে

পড়া বলতে চোখটা বুজে একটু দুলে দুলে
তাইনা দেখে ক্লাসসুদ্ধ হাসছি ফুলে ফুলে
স্যার বললেন, বেস্ট বয়। হিংসে হল খুব
জেদের বশে আমি তখন পড়ায় দিলাম ডুব

বছর শেষে ফল পেলাম সবার সেরা আমি
বাবা বললো, মেয়ে আমার সোনার চেয়ে দামী
জানলা খোলা পড়ছি বসে হঠাৎ শুনি "মিঠি"
রঙিন খাম খুলেই দেখি সেটা প্রেমের চিঠি

তারপর তো অনেক কথা পড়ে গেলাম ধরা
সোনার মেয়ে রাঙতা হলো বন্ধ হল পড়া
তোমার বাবা বদলি হলে তুমিও গেলে চলে
বরের বেশে আসবে ফিরে গিয়েছিলে বলে

রাখোনি কথা, আমি এখন একা একাই থাকি
একটিবার আমার কাছে আসতে পারো নাকি?
প্রথম চিঠি এখনো আছে পুরনো শাড়ির ভাঁজে
একলা ঘরে বাক্স খুলে পড়ি মাঝে মাঝেই

বদলে গেছে সময় তাই মোবাইলেই প্রেম
গোপন কথা ওপেন আজ কেউ বলেনা শেম
বুকের খাঁজে লুকিয়ে রাখেনা আতর মাখা চিঠি
শর্টকাটে মেসেজ করে, লেখেনা "আমার মিঠি"

পুরনো আমি বড্ড বোকা মিথ্যে দেখে স্বপন
আঁকড়ে চিঠি করে গেলাম প্রেমের বীজ বপন।
                       ---------------

সবিতা বিশ্বাস
প্রযত্নে-- লঙ্কেশ্বর বিশ্বাস
গ্রাম ও পোস্ট-- মাজদিয়া (বিশ্বাস পাড়া)
(শুভক্ষণ লজের পাশে)
জেলা-- নদীয়া। পিন-- 741507