কবিতাঃ প্রদীপ কুমার সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 19, 2019

কবিতাঃ প্রদীপ কুমার সামন্ত


আসুক ফিরে          


আসুক ফিরে সেই বৈশাখ আর সাথে কবিগুরু
রবিঠাকুরের জ্ঞান গরিমায় জীবন করি শুরু
পালন করি শ্রদ্ধাসহ কবির জন্মদিনই
লক্ষ কবি জন্ম হলেও তাঁর কাছে সব ঋণী  ।

আম-কাঁঠালের গন্ধ্য ভাসে সারা দুপুরবেলা
খোকা-খুকু সারা দুপুর করে চু কিত কিত খেলা
আকাশ ফুঁড়ে মেঘ গর্জায় প্রায় গোধুলীবেলা
কালবোশেখির ঝড় দাপটে জীবন হেলাফেলা  ।

গোষ্ট চড়ক গাজন মেলায় সবাই পুলকে হাসে
ছন্দ সুরে মনটা জুড়ে রবিঠাকুরের গান ভাসে
গন্ধরাজের ঘ্রাণ ভরানো মিষ্টি সোনার গ্রাম
টগর কেতকী পলাশ শিমূলের সাদর আহ্বান  ।

সাঁঝের বেলায় শিয়াল ডাকে দূর বনের ধারে
জোনাক জ্বলা ঝিঁ ঝিঁ ডাক মজা পুকুর পাড়ে
পুকুর ডোবা শুকিয়ে আজ যেন গড়ের মাঠ
গালগপ্পে মিলনমেলা যেন চাঁদেই  হাট ।

সন্ধ্যে হলেই দখিনা পবনে বিছিয়ে শীতল পাটি   
স্বজন সুজন বন্ধু মিলে নানা গল্পের মাতামাতি
চিকন ছুঁচে নকসা আঁকে আজ রঙিন কাঁথায়
পল্লী প্রতীক হয়েই বাঁশিতে সুর বেজে যায়  ।
====================================
প্রেরক- প্রদীপ কুমার সামন্ত / সম্পাদক- দীপশিখা/  উমেদ পুর, পোষ্ট- চাউল খোলা, জেলা- দঃ 24 পরগণা , পিন- 743377
           কথা- 9830908256