কবিতা -- উত্তমকুমার পুরকাইত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 19, 2019

কবিতা -- উত্তমকুমার পুরকাইত

ছেলেটাকে আপন করেনি কেউ


ছেলেটাকে আপন করেনি কেউ,  
গাজা ভূখন্ডে বারুদের নীচে তাই  
মিলেছিল ধড়।   
অথচ ছেলেটার মনে প্রেম ছিল  
ছোটবেলায় মাকে নিয়ে   
পড়শিরা যখন গোরস্থান গেল,  
কবরে হাঁটু গেড়ে আল্লার কাছে   
সবার সঙ্গে সেও দোয়া মাঙল   
ঠিক ছিল চারপাশ,   
তারপর বদলাল।  
পরপর দু'দিন কেউ খোঁজ নেয়নি  
উপোসে কাটাল   
বাঁচার জন্য কারও দয়া সে চায়নি   
কাঁধে তুলেছিল রাইফেল    
বলত, মরতে মরতে জমে যায়  
জীবনের খেল।
 
***************************
 


উত্তমকুমার পুরকাইত
শঙ্করপুর, পোস্ট-প্রাণবল্লভপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগণা-৭৪৩৩৯৫
মোবাইল/হোয়াটসঅ্যাপ:৯৫৯৩১৩২৭৬৫