অণুগল্পঃ সোমনাথ বেনিয়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 19, 2019

অণুগল্পঃ সোমনাথ বেনিয়া

প্রণামি 


আগে কোনো মন্দির বিশেষ করে শনি ঠাকুরের মন্দির দেখলে পাঁচ সিকি - আট আনা প্রণামি দিতাম। অনেকে দিতো দেখে একপ্রকার বিশ্বাস রেখে আমিও দিতাম। যাই হোক বিশ্বাসের উপর ভরসা রেখে যখন সেভাবে কিছু করে উঠতে পারলাম না, তখন থেকে প্রণামি দেওয়া বন্ধ। তারপর থেকে বড়ো রাস্তার পাশে শনি মন্দিরটা দেখলে শুধু প্রণামের উপর দিয়ে চলে যেতাম।
         এখন অনেকগুলো বছর পেরিয়ে এসেছি। সেসব অতীত। আসলে বাস্তবতার চাপে ঈশ্বরপ্রীতি সরে গিয়ে ধর্মের উপর কর্মনীতি চেপে বসেছিল। ওসব আর মাথায় আসে না। তবে সেদিন ওই শনি মন্দিরের সামনে অনেক লোকের জড় হ‌ওয়া দেখে অহেতুক পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। ভাবলাম যাই। বয়স হচ্ছে তো!
         তা গিয়ে দেখি পুজোর ধুম‌। আমি ওসবের দিকে না তাকিয়ে প্রণামির থালাটা খুঁজছিলাম, প্রণামি দেবো বলে। অবশেষে থালাটা দেখতে পেয়ে পকেট থেকে মানি ব‍্যাগ বার করে খুচরো পয়সা খুঁজি, দেখি মাত্র এক টাকার একটা কয়েন পড়ে আছে। ওটাই বার করে দিতে গিয়ে মনে হলো আশেপাশে এত লোক, এক টাকা, কী ভাববে, যদি দেখে ফেলে কারণ প্রণামির থালা ভালো করে লক্ষ‍্য করেছিলাম যে ওখানে সব‌ই প্রায় দশ টাকার নোট, তার আবার দু-একটা কুড়ি টাকার নোট‌ও আছে। হাতে এক টাকা নিয়ে দাঁড়িয়ে বোকার মতো এদিক-ওদিক তাকাতে চোখে পড়লো একটি কাগজের বোর্ড যার উপরে হাতে লেখায় রয়েছে - "দয়া করে খুচরো কয়েনে প্রণামি দেবেন না। খুচরো দিলে ঝামেলা হয়।"
           লেখাটি পড়ে বুকপকেটে এক টাকার কয়েন রেখে ঠাকুরের দিকে হাতজোড় করে বললাম - সেসময়ের পাঁচ সিকি - আট আনা আজ তোমার কৃপায় দশ-কুড়ি হয়েছে। এই মহার্ঘ প্রণামিতে আমার লঘু প্রণামটুকু নাও ঠাকুর!
============================
ঠিকানা - ১৪৮, সারদা পল্লি বাই লেন
ডাক + থানা - নিমতা
জেলা - উত্তর ২৪ - পরগনা
কলকাতা - ৭০০ ০৪৯
ফোন - 8697668875/9143155045(W/app)