কবিতাঃ মৃত্যুঞ্জয় হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 19, 2019

কবিতাঃ মৃত্যুঞ্জয় হালদার

সে শৈশবে


সুখে আর অসুখে দিনগুলি বেশ
গড়ছিল খেলাঘর ভাঙছিল শেষ।
ঠাম্মির আদরে আদোম আকাশ
স্নেহ শতদল ছিল উতল বাতাস।
মনে বড় ভয় ছিল আঁধার রাতে
উড়োজাহাজের ধ্বনি ছিল তার সাথে।
গুরুজনে ছিল ভয় অপরাধ নইলে
হিসাবের গরমিল কখনো বা হইলে!
স্কুল পথে ভাই বোন একসাথে চলতে
কত কথা মনে পড়ে যদি চাই বলতে।
দিন শেষে রাত হবে ইতিহাস সৃষ্টি
সুখ-দুঃখের দিন গুলি ঝরে স্মৃতি বৃষ্টি!

*********মৃত্যুঞ্জয় হালদার************
#গড়িয়া*****কলকাতা 84