কবিতা ও ছড়াঃ শুভ্র বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 19, 2019

কবিতা ও ছড়াঃ শুভ্র বন্দ্যোপাধ্যায়



অন্তর্লীনা

গোপনে হৃদয়ে শুধু তোমারি নাম
সুরে সুরে গানে গানে, নয়নের জলে, প্রতিদিন ক্ষ্ণণে ক্ষ্ণণে,
তুমি চলে গেছ দূরে, বহুদুরে,
তবুও কত স্মৃতি,
কত দীপশিখা , কত কাব্য।
স্বপ্নে আঁকা তোমার পথ আলোয় ভরা,
আমার আঁধার পথে শুধু রাত্রি
নিকষ, কালো ,অন্ধকার অকূল সমুদ্রপথ,
তবুও তোমার স্মৃতি ভাসে নিয়ত ।
প্রাণের সুর তুমি নিয়ে গেছ লীনা
তোমার অবসর কোথায় আমার কথা ভাবার।
নিঝুম আকাশে বেদনার সেতারে
আমার হাহাকার বেজে ওঠে আজও,
তুমি অন্তর্‌লীনা ,কী এক অনুপম সুধারসে
আমার সমগ্র সত্ত্বায় ছড়িয়ে পড়ো,
কী দ্রুত,কী আকস্মিক--
মননের ছায়া চিত্রে এ কোন ফাগুন বয়ে আনো,
এ কোন পরশ, এ কেমন ফিরে আসা,
এ কোন আলেয়ার আলো।
নিশিরাতে এখনও আমি যে নিদ্রাহারা।









ছড়া - ছন্দামাসি
ছন্দামাসি ঠান্ডামাসি
বেগুনী শাড়ী পরে,
সবার সঙ্গে বলে কথা
আস্তে আস্তে করে।
পায়রাগুলো একসাথে সব
দানা খাবার খায়
বকম বকম করে যখন
ছন্দা মনে হয়।
ছন্দামাসির রকম সকম
পায়রাগুলোর মতোই
হঠাৎ আসে হঠাৎ পালায়
দাও যে দানা যতই।
পায়রাগুলো ডানা মেলে
মাটিতে যখন নামে,
ছন্দা যেমন বড় শাড়ীতে
উঠোনে এসে জমে।
শাড়ীতে জড়ানো গল্পগাথা
মনে রাখবার মতো,
আমিও শুনেছি অনেক যে তার
গল্পকথন কত !
কিন্ত যে হায় এখন তাকে
দেখিনি ত বহুদিন
কেমন করে কাটে যে তার
কথা ছাড়া দিন।
কোথায় আছে ,কেমন আছে
সে ত খবর হীন,
হয়ত জীবন উড়েই গেছে
নীল আকাশে বিলীন।
ছন্দামাসি হয়ত আকাশে
মাটিতে ত নামে না ,
আকাশের ই সাথে বকম বকম
ভুলেও ফেরে না।
ইচ্ছে যে হয় মাঝে একবার তার সাথে দেখা করি
দিনরাত তাই এক করে সব আমি খুঁজে খুঁজে মরি ।


=====================
শুভ্র বন্দ্যোপাধ্যায় 
9874526922