আমাদের জন্মভূমি, আমাদের ভূস্বর্গ
------
সেদিনের কথা ভুলে গেছো !
সেই সেদিনের কথা !
#
যেদিন চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে এসে ছিলাম
আমাদের পূর্বপুরুষের ভিটেমাটি থেকে ,
আমাদের সাধনভূমি থেকে ....
পিছনে ফেলে আসতে হল
ক্ষেতের ফসল , গবাদি পশু , আটপৌরে জীবন ;
সেদিন আমার মতো তুমি কি ফেলে ছিলে
নীরবে চোখের জল !
#
যারা এতো দিন পড়শি ছিল, সুখ-দুঃখের সঙ্গী বলে মনে হতো ,
বেশকিছু পড়শি তখন বিদেশি জেহাদিদের কথায় ভিজে গেলো ,
ডুবে গেলো কেবল মাত্র জেহাদি সংলাপে ;
পুরো উপত্যকা তখন সেই জেহাদিদের দখলে ;
জিহাদিরা সাধারণ মানুষকে বোঝাতে লাগল ---
আমাদের সংস্কৃতি নাকি ওদের সংস্কৃতির শত্রু !
আমরা নাকি ওদের শত্রু !
তাই ,জেহাদিরা বলল ----
শত্রুর সম্পত্তি , ওদের সম্পত্তি ...
#
আমাদের চাষভুমি , বাস্তুভুমি , আমাদের মা-বোন , সব ,সব নাকি ওদের !
অতএব , যে ভাবে পারো লুটে নাও ;
লুটের মাল , আমরা !
যেদিন জিহাদিরা মাইক নিয়ে ঘোষণা করল ----
ছাড়তে হবে এভূমি , না হলে ...
সেদিন পাশে কেউ ছিল না ;
ছিল না বহু দিনের কিছু পড়শিরাও ;
ছিল না গোটা এই দেশ , ভারতবর্ষ ;
আমার ভারতবর্ষ , আমাদের ভারতবর্ষ , স্বাধীন ভারতবর্ষ ;
আর যারা ছিল মানবিক , রাষ্ট্রঅন্তপ্রাণ ;
তারাও সেদিন কিছু বলতে পারেনি জেহাদিদের অত্যাচারে ভয়ে ;
কেবল , রাতের অন্ধকারে পথ দেখিয়ে দিয়ে ছিল পালাবার , সমতলে ;
#
সেদিন আসমুদ্র হিমাচল নীরব থেকেছে ;
দেখেছে কিভাবে শাস্ত্রজ্ঞ নিরীহ মানুষ গুলো প্রানের তাগিদ দিয়ে পালাচ্ছে জন্মভিটে ছেড়ে ;
#
আমাদের অপরাধ আমরা সনাতনী আর্দশে বিশ্বাসী ;
আমাদের অপরাধ আমরা সংস্কৃতচর্চা করি , ভারতীয় দর্শন চর্চা করি , শাস্ত্র চর্চা করি ;
চর্চা করি বিজ্ঞান , মানবিকতা ...
সে দিন থেকে আজও আমরা নিজদেশে পরবাসী , উদ্বাস্তু ;
আমাদের জন্য একবারও সেদিন একটাও শব্দ তুমি ব্যবহার করেনি ;
প্রতিবাদ তো দূরের কথা ;
#
অথচ , দেখি অন্য দেশের অন্য সকল বাস্তুহারা মানুষের জন্য
কি সুন্দর ভাবে হয়ে ওঠো মানবিক ;
মানবিক হয়ে ওঠো অনুপ্রবেশকারীর জন্য ;
মানবিক হয়ে ওঠো জঙ্গিদের জন্য ;
সেকারনেই আজও জিহাদিরা মাথাচাড়া দেয় ;
উপত্যকা দখল নিতে চায় ;
ভারতীয়দের ভুল বোঝাতে পারে ;
ভুল বোঝায় ...
আর আমাদের নিয়ে কথা বললে নাকি
তোমার অলীক গানে ছেদ পড়বে ;
কারণ ,
এদেশ নাকি এখন মান-অবতারের দেশ !
#
আমাদের স্বর্গভূমি , আমাদের জন্মভূমি , আমাদের বাস্তুভিটে , আমাদের নয় ;
সেদিন থেকে আজও আমাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার
কেবল থেকে গেলো সংবিধানের পাতায় ;
আর আমরা হারালাম আমাদের কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা, পূর্বপুরুষের বাস্তুভিটে...
#
এবার নিশ্চিত চিনতে পেরেছো আমাদের !
আমরা সেই কাশ্মিরী পন্ডিত !
আমরা ফিরে পেতে চাই আমাদের পূর্বপুরুষের বাস্তুভুমি ;
আমাদের জন্মভিটে, বাসভূমি, চরাচরভূমি,
আমাদের আগের সেই পড়া-পড়শি, আমাদের ভূস্বর্গ;
ফিরুক শান্তি ... ওম শান্তি ...
--------