Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

কবিতাগুচ্ছ সান্ত্বনা চ্যাটার্জ্জী

 

ঠিকানা



আমি ছিলাম সপ্তদশী তখন ফাগুন মাস,
আকাশ জুরে রঙের মেলা ,
স্বপ্ন ভরা চোখে;
দেখে ছিলাম তোকে।
মেঘের ভেলায় শিশু রবি আগুন বরণ
কায়া , তারই মাঝে দেখেছি তোর ছায়া ।
একটি দশক পরে .. তুই এলি আমার ঘরে ;
আমার জীবন আলো করে ।
তোর তো সবই ছিল.. আমি কিছুই রাখিনি বাকি;
তুই ছেড়ে কেন গেলি আমায় ,
,জীবন জুরে আঁধার ।
গ্রহন লেগে সুর্য যেমন আকাশ কে দেয় ফাঁকি
মাঘের শীতের সায়াহ্নে আজ শুকনো চোখে
চাই- শুস্ক নদী ,ধুধু প্রান্তর, শুধু বালিয়ারি
পাই ।
তুই আছিস কোথায় জানি ; তোর প্রার্থীব ঠিকানা টা;
নাইবা দিলি আর -স্বপ্ন ভাঙ্গা হৃদয় মনে
নেই তার দরকার ।



সহসা কোথা থেকে এলে ফিরে !
মনে হয় যেন যুগ যুগ পার করে দেখা
সেই উষ্ণ কোমল হৃদয়,
দৃষ্টি নরম মেলে দিলে!
যেন এক রাশ সাদা মেঘ
শরত আকাশে,
এক পশলা বৃষ্টি যেন
জৈষ্ঠের তপ্ত বাতাসে ।
ছায়া ছায়া মুখ
ভাসা ভাসা কথা
প্লাবনের মত ডুবাল আমায় ।

ভেবেছিলে কোনোদিন
আমার এই কায়া
হারাবে যে তার সব পেলবতা
কঠিন দৃষ্টি ,হবে রুক্ষ স্পর্শ তার
ক্রুদ্ধ হবে ভাষা !

বেল কুঁড়ি এই কোমল হৃদয়
কেকটাসে হবে পরিণত ।
শীতের সকাল আজ পাতা ঝরা বেলা
ফিরে দেখি আজও তুমি আছ সেই
উষ্ণ সকাল জুরে ,
ভালোবাসা ভালোবাসি খেলা!
নরম হৃদয়াকাশে
গোলাপী গধুলি ঘিরে
ফেলে আসা আমার মেয়ে বেলা ।।




একা


সেদিন সবুজ উপকায়
দাড়িয়ে ছিলাম একা,
চারি পাশে কাটাগাছের মেলা
তখন ছিল পড়ন্ত বেলা ।
তুমি ছিলেনা কাছে কোনোখানে-
যেমন থাক হয়ত ছিলে নিজের মনে
ব্যস্ত কাজে টেবিল-চেয়ার জুড়ে।
আমি ছিলাম আমার স্বপ্নপুরে ।
কাছে কোথাও আর ছিলনা প্রাণী
মন বলল্ আমি জানি জানি।
একা হবার আনন্দটা কিযে
একা হয়েই বুঝতে হবে নিজে।
সেদিন সবুজ উপত্যকায়
পিছন ফিরে দেখা
চলে এলাম এতটা পথ
কেমন একা একা।

স্বপ্ন যখন ভাঙ্গে


স্বপ্ন চোখে ভাসে 
মায়ের স্বপ্নে খোকা হাসে
তাকিয়ে দেখে ঘুমের থেকে 
দেয়াল চারি পাশে।
কঠিন দেয়াল যত 
কঠিন তারি মত
স্বপ্ন এমন ভাঙ্গা ।
স্বপ্নে খোকার নরম দুটো 
চরন ছিল রাঙ্গা। ।
নরম ছিল মুঠি 
হাঁটত গুটি গুটি,
টলো মলো পায়ে ।
বছর গেলে মায়ের খোকা 
চলত রাগা পায়ে।
মায়ের কোল ঘেঁসে 
দাঁড়াত সে এসে
ঘুমটি এলে পরে,
মায়ের বুকে পরম সুখে
থাকত ঘুমের ঘোরে।
ইঁটের দেয়াল, সিমেন্ট দিয়ে
বাঁধান ঘর বাড়ি।
তাইতে খোকা করেছে কি আড়ি
মায়ের সাথে আজ ?
খোকার ডাকে 
স্বপনপুরে আসবে কখোন মাগো
সাঙ্গ করে দালান বাড়ির কাজ!

খোকা আছে দাঁড়িয়ে ঐ 
স্বপনপুরের দ্বারে,
হাত বাড়িয়ে ডাকছে - ওমা মারে
নে মা আমায় কোলে।দ
মা কেঁদে কয়-
হায়্রে জীবন বেঁধেছ আজ
এ কোন জাঁতাকলে
খোকার স্বপ্ন কেঁদেই গেল চলে 

একাকীত্ব


।আবার নিঃশ্বঙ্গ একা, 
তবু নয় আগেকার মত।
লেখা, আকা ছিল যত সঙ্গী-সাথী
তারাও গিয়েছে ছেড়ে
মন একা একা ফেরে
উদাসী দুপুরে ।

রাতের আশ্রয় শুধু বালিশ-বিছানা
বিক্ষিপ্ত মন চায় বলিষ্ঠ ঠিকানা ।
মার মত উষ্ণ কোনো 
কোমল হৃদয়, বন্ধুর মতন প্রেম
যার কাছে সমর্পণ
শুধু দেহ নয়।
পাপ দেওয়া-নাদেওয়ার 
মাঝে
মরে মাথা ঠুকে
না-বলা অনেক কথা
বথা হয়ে জমা হয় বুকে ।  


Santwana Chatterjee 
A166 Lake Gardens
Kolkata 700045
9830322601




জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল