Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

কবিতাঃ আশিস ভৌমিক

  

    ফিরে দেখা

            
ছোটবেলায় দেখা উঁচু বালির ধুম
যাকে পাহাড় বানিয়ে খেলেছি কত !
যার ওপর দাঁড়িয়ে আকাশ ছুঁয়েছি ।
গ্রামের পাশে বয়ে যাওয়া নদী
যার এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঢিল ছুঁড়েছি ,
পার করতে পারিনি অর্ধেকেরও বেশি !
বহু বছর পর দেখি
স্বপ্নের পাহাড় ছোট ঢিবি ;
নদী ! খালের চেয়ে কিছুবা বড় ।
ছোট বেলায় দেখা আদর্শ শিক্ষক
বাবা কাকা সবাইকেই যেন
আজকাল সাধারণ, সস্তা লাগে
কে জানে ! বয়সের সাথে হয়তো চোখটা ,
সবাইকেই ছোট করে দেখে।
কিন্তু কী আশ্চর্য !
ঐ'তো সেই বটগাছ !
যার তলে কত খেলেছি, দোল খেয়েছি,
ঠিক একই ভাবে দাঁড়িয়ে ।
সকাল বিকাল শিশুরা এখনও    তেমনি খেলে ,
অলস দুপুরে বসে তাসের আসর,
ক্লান্ত পথিক দাঁড়ায় ক্ষণিকের তরে ।
কত ঝড় বয়ে গেছে বুকে
কত বড় গাছ গিয়েছে বিকে ।
আদর্শ বুড়ো আজও দাঁড়িয়ে
মাথা উঁচু করে ।।
======================
Name-Ashis Bhowmick
Vill.+P.O-Brindabonchak
Dist.-Purba Medinipore
Pin-721641
Ph.no.-9851724758/8145301613

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক