কবিতা ।। স্পর্শ ।। টিংকু মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 18, 2023

কবিতা ।। স্পর্শ ।। টিংকু মন্ডল


 স্পর্শ 

 টিংকু মন্ডল


আজ আমি তোমার কাছে বড়ই অস্পৃশ্য, 

তোমার কাছে ঘৃণ্য আর উপেক্ষিত।

তোমার প্রতি ভালবাসায়,

হয়েছিলাম আমি মত্ত, অন্ধ,

তবুও জোটেনি তোমার মধুর স্পর্শ।

আমার সমস্ত হৃদয় জুড়ে,

ছিলে শুধুমাত্র তুমি।

জন্মেছিলাম দুজনে এই সংসারে,

জুড়েছিল দুই হৃদয় নিজেদের অজ্ঞাতস্বরে।

তোমার কামিনী কাঞ্চন রূপে,

হয়েছিলাম আসক্ত।

ভেঙে গেছে হৃদয় আমার,

মেলেনি তোমার হৃদয়ের স্পর্শ।

হৃদয় ভাঙ্গার খেলায়,

 আমি পরাজিত, রণ ক্লান্ত।

তোমার রূপের মোহে,

আজ আমি সর্বশান্ত।

দেখিয়েছিলে স্বপ্ন আমায় অর্ধনারীশ্বরের,

বাড়িয়ে ছিলে তোমার হাত করেছিলে আমায় স্পর্শ,

ভাবি নি সেদিন আমার হৃদয় হবে ক্ষতবিক্ষত।

তোমার জন্য ছেড়েছিলাম এই ঘর ,এই সংসার

শুধু পাবো বলে তোমার ভালোবাসার স্পর্শ।

হয়েছি কেবল অপমানিত,

আর হয়েছি শুধুই তিরস্কৃত।

আজ আমি নির্বাসনে, আছি দ্বীপান্তরে,

আজও আমি তোমার কাছে ঘৃনিত , অস্পৃশ্য

তবুও আছি শুধুই মিথ্যে আশায় ,

পাবো বলে ভালোবাসার স্পর্শ।

No comments:

Post a Comment