কবিতা ।। বিষবাস্প ।। শোভনলাল ব্যানার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 18, 2023

কবিতা ।। বিষবাস্প ।। শোভনলাল ব্যানার্জী

 

 বিষবাস্প

 শোভনলাল ব্যানার্জী

 


তুমি দেখেছ কি একফোঁটা জল, তপ্ত মরুর বুকে

৫ই জুন, পরিবেশ দিবস, শুধু অছিলার বিদ্রুপে ।

গড়িয়ে চলেছে সময়, সভ্যতার উন্নয়নের চাকা

উধাও সবুজ বনভূমি, অরণ্য সব ফাঁকা ।

রিও, জেনেভা আর কিয়োটোর শপথ , বস্তাপচা ফাইল

গ্রিন হাউস গ্যাস উকি মারে, দূষণে সবাই কাহিল ।  

সবুজ জাগাও, সবুজ বাঁচাও, মনকে সবুজ করে

গাছ লাগাও, পরিবেশ সাজাও, নিজের মত করে ।

সারি সারি যত পাতা ঝরা গাছ, দাড়িয়ে নিরবে

লজ্জা তোমার মাটির ধুলায়, কিসের গৌরবে ।

ভুলে গেছো প্রকৃতির মার, আমফান আর আইলার হুঙ্কার

বাঁধভাঙা জলে, ভেসে গেল সর্বহারার সংসার ।

আজও কি তুমি অকাল ঘুমে, বাতানুকুল বন্ধ ঘরে

নিদাঘ দুপুরে মরিচিকা বয়, শূন্য চরাচরে ।

তুমি দেখেছ কি ঝরা পাতা, কেমন অভিমান ভরে

উদাস হাওয়া আগলে রাখে, রুক্ষ আচল ‌ ত্বরে ।

দেখেছ কি আগুনের গ্রাসে, ঝলসানো সবুজ প্রাণ

প্রকৃতি আবার ধূসর হবে , হবে সবুজের বলিদান।

নিয়তি লিখছে শেষের খেলা, অন্তিম অধ্যায়

উস্নায়নের চিতা কাঠে, উন্মাদের নেশায় ।

কবির কণ্ঠ রুদ্ধ হয়, যেথা ভাগ্যের পরিহাস  

দাবানলের লেলিহান শিখা, দূষণের অভিশাপ ।

শেষের নিধান জেনে, তাই খোঁজে প্ল্যানেট বি

বিষবাস্প আজ কনায় কনায়, হারিয়ে পুরানো ছবি ।

অঙ্গিকারের বেলা বয়ে যায়, সবাই করি শপথ

পরিবেশ দিবস শুধু এক দিন নয়, মুক্তির এক পথ ।

সবাই আজ হাতে তুলে নাও, এক্ একটি গাছের চারা

গাছ কেটো না, গাছ লাগাও, সবুজ স্বর্গ ধরা ।

==================

Sovanlal Banerjee, Mansarovar Apartment, Block-A, Kalajharia Road, Asansol, West Bengal,



No comments:

Post a Comment