কবিতা ।। মেঘ বিলাসে ।। বন্দনা পাত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 18, 2023

কবিতা ।। মেঘ বিলাসে ।। বন্দনা পাত্র


মেঘ বিলাসে 

বন্দনা পাত্র


ও আকাশ ঢালো ঢালো উজ্জ্বল প্রণয় অজস্র 
মেঘের ভিতর মেঘ ছিল ঐ আকাশের সহস্র...
দুরন্ত সেই রোদেলা আকাশ হারিয়েছে আজ
মেঘের আঁখি কিরণ ঢালে কেবল অভিমানী সাজ।
মেঘের ভিতর কলঙ্ক ছিল ও পূর্ণ আকাশ বিলাসে 
কঙ্কাবতী নাম নিয়ে সে উতলা হয় বাদল বাতাসে...
পূব হাওয়াতে দুলল যখন দোদুল দোলায়..
আষাঢ়ের মেঘ যে তখন ভীষণ রকম দূত হয়ে যায়।
মেঘ বৃষ্টি বিলাস করে তাদের নীরের মেঘ-নীড়ে,
সর্বনাশী সুরা ঢেলে কন্ঠে আকাশ উতল ধারায় নৃত্য করে...
এমন বিলাস আকাশ ঘরে আষাঢ় অভিসারে,
আকাশের আঁখি জলে ঊর্বশী-মেঘ নাচ করে।

ঝিনুক মত বৃষ্টি যেন ঢেউ খেলানো নক্সা ক'রে 
রুদ্র আকাশ গর্জনেতে যুগল মিলন বন্দী করে।
মেঘ বৃষ্টির এমন ধরন আকাশ পথেই হরিণ হয়ে 
দৌড়ে গিয়ে লক্ষ প্রণয় আকাশ জলে যাচ্ছে ধুয়ে।
ও বাতাস তুই বাদল হলি এখন কেন আষাঢ় বলে?
সব যেন ঐ যৌথ-মিলন বিলাস করে আকাশ কোলে।
============

 
নাম- বন্দনা পাত্র 
 



1 comment: