কবিতা ।। নতুন সকাল ।। তীর্থঙ্কর সুমিত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 18, 2023

কবিতা ।। নতুন সকাল ।। তীর্থঙ্কর সুমিত


নতুন সকাল

তীর্থঙ্কর সুমিত


বহুদিন পর আবারও যে পথ ধরে
বেড়িয়ে পরলাম সবুজের দেশে, 
নীলকে পিছনে ফেলে
ক্রমশঃ ক্রমশের দিকে
সরলরেখা বরাবর শুধুই... 
যেখানে নদী শেখায় ভালোবাসার গান
পাখি শেখায় উচ্ছ্বাসের সুর 
সবুজ জানায় আমন্ত্রণ


ছেঁড়া চিঠি আজ খাম ছেড়ে আকাশের পথে

এসো মুগ্ধতা কুড়োই ভোরের আলোয়। 
=====================



তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী
পিন - ৭১২১৩৯

No comments:

Post a Comment