কবিতা ।। ভাঙ্গা আয়নায় ।। সনথ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 18, 2023

কবিতা ।। ভাঙ্গা আয়নায় ।। সনথ রায়

 

 ভাঙ্গা আয়নায় 

   সনথ রায়


শব্দরা কেঁদেছে অনেক প্রয়াণ সভায়
স্বপ্ন গুলো বিগড়ে যাওয়া নীড়ে 
হামাগুড়ি ক্ষতচিহ্ন হাঁটু সহসা দাঁড়ায় ।
অজানা অচেনা ধাম হঠাৎ জীবন
এক আকাশ মহাবিশ্ব ভাঙ্গা আয়নায় ।

নিখোঁজ এখনো আছি জানিনা কোথায়
অনুরাগ বনানীকে রেখেছি বিতাড়ে
কী নামে নিজেকে ডাকি কেমন প্রথায় ।
দেহ ভরা দাসপ্রথা সহিছে পীড়ন
যোগাসনে অনুযোগ আছে কী শোভায় ।

পরিযায়ী সুখ নিরাশ্রক ঠিকানা ডানায়
দেখিতাম ডানা পেলে ডানায় উড়ে
অনাশ্রিত বনজ প্রাণ বিবিধ উপাধ্যায় ।
পালিলাম মহামান্য মানব জীবন
গেছে শতকাল মুনী'ঋষি নিযুত অধ্যায়।

এখনো রয়েছি "তারপর " যত নিরুপায়
বিধাতার তমসুক খেলাপির ঘাড়ে
বিকৃতি শতমুখ ভাসে ভাঙ্গা আয়নায় ।
আপনার চেহারাটি দেখতে কেমন
টুকরো আয়নাতে দেখে পড়েছি দ্বিধায় ।
 ============
 
ঠিকানা:- শিলচর, আসাম


No comments:

Post a Comment