ছড়া ।। ভোট এলে ।। আনন্দ বক্সী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 18, 2023

ছড়া ।। ভোট এলে ।। আনন্দ বক্সী

 

ভোট এলে 

আনন্দ বক্সী


ভোট এলে হানাহানি-মারামারি-দ্বন্দ্ব 
অন্য দলের হলে কথা বলা বন্ধ। 
রক্ত গরম করা উত্তাপ ভাষণে 
একটাই দাবি থাকে বসাও না আসনে।
জীবন লড়িয়ে দেবো তোমাদের জন্য 
উন্নতি ছাড়া কিছু ভাববো না অন্য। 
হুঙ্কার-গর্জনে জনসভা জমান 
নিজেদের ভাবে তারা সিংহের সমান। 
খালি হলে কারো কোল মুছে গেলে সিঁদুর 
কিবা আসে যায় বলো যদু-মধু-বিধুর। 
এটা দেবো ওটা দেবো বুকে নেবো জড়িয়ে 
আমাকে ভোটটা দিও দুটো হাত ভরিয়ে।
প্রচারের কৌশলে দিতে চায় টেক্কা 
গরু-গাড়ি চড়ে কেউ, কেউ চড়ে এক্কা।
হেলিকপ্টারে চেপে কেউ নামে আসরে 
বিজয়-মালাটা যেন জোটে ভোট বাসরে। 
মসনদ চায় ওরা যেনতেন প্রকারে 
সেই বার্তাই দেয় ইঙ্গিত আকারে।
গরিবের গৃহকোণে সেরে নিয়ে আহার 
নিতে চায় এরা খালি মাইলেজ তাহার। 
ভোটের বাজারে এক বিরল সে চিত্র 
দলীয় পতাকা ওড়ে হয়ে দেখি মিত্র। 

জনসেবা করাটাই হয় যদি কর্ম 
বিভাজন কেন তবে তুলে জাত-ধর্ম?
মানুষকে ভাবো নাকি হাতের ঐ খেলনা
জেনে রেখো ভালো করে ওরা নয় ফেলনা।
বলিয়ান তোমরা যে ওদের সে বলেতে 
ভুলে যাও নাকি সেটা সবকটা দলেতে?
কাছে টেনে নাও যদি ভালোবাসা বিলিয়ে 
তোমাদের হিসেবটা দেবে ওরা মিলিয়ে। 
মন দিয়ে করে যাও নিজেদের কাজটা 
মানুষ অন্ধ নয় বোঝে তারা সবটা।
প্রয়োজন পড়বে না বন্দুক-বোমার 
জয়টিকা একে দেবে ললাটেই তোমার। 
============

Vill-Beliadanga,P.o-Dakshin Barasat, P.s-Jaynagar, Dist-South 24 Parganas,Pin-743372.

No comments:

Post a Comment