আজও আমি খুঁজি তারে পরীদের মাঝে,
আকাশের নীলিমায় উড়ে চলি।
কতো বন প্রান্তর পার হয়ে হরিণীর সেই পলায়ন
মনে পড়ে জ্যোৎনা রাতে চুরি করে মন।
স্নিগ্ধ শান্ত চপলা রজনীর যতো কথা আছে
কোকিলের কুহুধ্বনি সাথে মুখরিত চারিধারে।
লক্ষীপেঁচা উড়ে বসে অশ্বত্থের ডালে
বাদুড়ের দল অন্ধ সে যে, শব্দভেদী বাণে
বিদ্ধ করে শিকার যে তার।
ভোর হয়ে আসে সূর্য ওঠে পূর্বাকাশে রক্তিম রাগে,
এই ভাবে দিন আসে রাত যায় চক্রাকারে।
আজও আমি খুঁজি তারে পাগলের বেশে,
যখন পেলাম তারে, সে তো নেই, সমাহিত
সমাধির পরে।
কুহুধ্বনি মাঝে সন্ধ্যে হয়ে আসে,
গোলাপের তোড়া নিয়ে সমাধির পাশে
আজও আমি বসে।
================
অমল কুমার ব্যানার্জী
পুনে মহারাষ্ট্র
Copy right reserved
15/04/2023
No comments:
Post a Comment