প্রবন্ধ।। "আসলে রাগ বলে কিছু নেই " ।। পুষ্পেন্দু রাউৎ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 18, 2023

প্রবন্ধ।। "আসলে রাগ বলে কিছু নেই " ।। পুষ্পেন্দু রাউৎ

             "আসলে রাগ বলে কিছু নেই "

                 পুষ্পেন্দু রাউৎ



হ্যাঁ ঠিকই শুনেছেন, রাগ বলে সত্যি কিছু নেই। বরং যারা রাগ দেখায় উল্টে তারাই এই জগতের ভীতু মানুষ। নিজের মতামত দুর্বলের উপর চাপিয়ে দেওয়া, নিজের প্রভুত্ব খাটাতে গিয়ে, কোথাও বা নিজের দোষ ঢাকতে গিয়ে আমরা রাগ দেখাই। কখনো দেখেছেন কি, কোম্পানীর কোনো কর্মচারীকে তার বসের উপর রাগ করতে ? অথবা শিক্ষাক্ষেত্রে বা সরকারি অফিস - আদালতে ?  জানি, সহজে চোখে পড়বে না। কারণ আমাদের চাকরী চলে যাওয়ার ভয় আছে, বা ক্যারিয়ারে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে। এরকম অনেককেই দেখবেন যারা অফিসে বসের গালি শুনে বা অতিরিক্ত কাজের চাপে বাড়িতে এসে রাগ দেখায়। কর্মস্থল থেকে ফিরে এই সব মানুষজন মূষিক থেকে সিংহ রূপ ধারণ করে। আসলে এ জগতে আমরা যারাই রাগ করি বা রাগ দেখাই, আমাদের সবারই একটা নির্দিষ্ট গণ্ডি আছে এবং আমরা সেই গণ্ডির মধ্যে থেকে রাগটা দেখাই। অর্থাৎ আমরা সেখানেই রাগটা দেখাই যেখানে আমাদের রাগ দেখানোটা সাজে। ব্যপারটা অনেকটাই "দুর্বলের উপর সবলের অত্যাচারের" মতন। আসলে সত্যি রাগ বলে কিছু নেই। সবই আমাদের মানসিক অবস্থার পরিবর্তন মাত্র। তাই এই রাগ নামক মানসিক রোগটিকে নিয়ন্ত্রন করতে হবে। হয়তো একদিনে নয় কিন্তু একদিন ঠিকই আপনি আপনার রাগকে নিয়ন্ত্রন করতে পারবেন। তাহলে দেখবেন জীবনটা আগের থেকে অনেক বেশী সুন্দর ও মধুর হয়ে উঠবে।
============
    
  Name - PUSPENDU ROUTH
      Vill - Mahapal
    P.o. - Petbindhi
    P.S. Beliaberah
    Dist- Paschim Medinipur
      Pin-721517
 


No comments:

Post a Comment