ছড়া ।। ভার ।। তূয়া নূর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 18, 2023

ছড়া ।। ভার ।। তূয়া নূর

 

ভার

 তূয়া নূর


চুরি এখন বড়ো বিদ্যা
লজ্জা পায় না  তাতে,
ভয় লাগে না কলকাঠি সব
এখন নিজের হাতে।

কেটে কুটে ইচ্ছে মতো
দিন-দুপুরে চুরি,
ঘুষ খায় সে আটকে ফাইল,
দালান উঁচু ভুঁড়ি।

বস্তা ভরা ধান আসে না
বস্তা ভরা টাকা,
দেশ বিদেশে জমি বাড়ি
ঠিক দেবে গা ঢাকা।

কোথায় খরচ করবে বলো
এতো টাকা যার?
বুঝবে কবে অনেক টাকার
অনেক বেশী ভার। 
===========

No comments:

Post a Comment