কবিতা ।। প্রকৃত সুন্দরতা ।। সুশান্ত ধাড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 18, 2023

কবিতা ।। প্রকৃত সুন্দরতা ।। সুশান্ত ধাড়া

 প্রকৃত সুন্দরতা 

সুশান্ত ধাড়া 


রূপের চাকচিক্যে ভরা,,,,
  ওই সুন্দরতা......আমি দেখতে চাই না ।
আমি দেখতে চাই না,,,,,,।
ছোট ছোট পোষাকের সুন্দরতার সাজ ।।
আমি সুন্দরতা মানে বুঝি,
একটা সুন্দর হৃদয় ।।
আর কঠিন আবরণের ঢাকা শরীরে,
হস্তশিল্পের কাজ ।।

আমি আকর্ষিত হই বার বার,
কৌতুহল জাগে প্রাণে ।।
আমি খুঁজে ফিরি‌ অসুন্দরের মাঝে,
 প্রকৃত সুন্দরতার মানে ।।
আর প্রকৃত সুন্দরতা মানে বুঝি,
তার কোন রূপভেদ নাই ।।
সাদা,কালো সব এক লাগে,
আমার মনের মানুষ হওয়া চাই ।।

এই ভদ্র সমাজে,,,
 প্রকৃত সুন্দরতার মানে,,, যদি,
সুখ টানে,,,,
সূরা পানে ,,,,,,
প্যাঁচার জয়গান হয় ।।
আমি এমন প্রকৃত সুন্দরতা ,
কখনোই দেখতে চাই না ।।
আমি দেখতে চাই না ,
রাত জাগা প্যাঁচার নৃত্য পরিবেশন,
যার বসনে নেই কোন ভূষণ ।
 যারা টাকার লোভী,,, ভালোবাসা বোঝেনা ।।
আমি এমন প্রকৃত সুন্দরতা,
কখনোই দেখতে চাই না ।।

আহা ....কি প্রকৃত সুন্দর.... ??
আহা......কি প্রকৃত সুন্দর ??
 জানে শুধু মন,,,
 জানে শুধু অন্তর ।।
প্রকৃত সুন্দরতার মানে,,,,,
কাজল কালো‌ চোখ,
কপালের মাঝে টিপ,
নাকের নথ,,, কানের দুল,,,।।
ঘন চুলের খোপায়,
রজনীর সাদা ফুল ।।
আলতা মাখা পায়ের নুপুরে,,,,
ঝুম ঝুম শব্দে ,,,,,, 
আমার হৃদয় যার জন্য হয় ব্যাকুল ।।
আমি দিব্যদৃষ্টিতে দেখতে পাই  সুন্দরতার মানে,
আমি মানুষ চিনতে করিনি ভুল ।।

নাইবা হোক রূপবতী, নাইবা হোক গুণবতী ।
সে যে‌ প্যাঁচা নয়, প্যাঁচালো নয় ।
সহজ সরল মন যার ,
যে শুধু আমার আমার আর আমার ।।
আমার হয়ে রয় ।।
তোতা পাখির মত.....
 দিনরাত কতো কথা কয় ।।
আমি তার সাথেই অমর হতে চাই ।।
সে যে একের হয় ,,,,, হাজারের নয় ।।
যার কাছে ভালোবাসা আগে ব্যস্ততা নয় ।।
নিঃস্ব মানুষ অনেক দামি হয় ।।
 হাজারের মাঝে সে  যে একটাই রয় ।।
এমন একটা মনের মানুষ আমারো চাই ।।
আমি প্রকৃত সুন্দরতার মানে বুঝি,
এমন টাই হয়‌ ।।
==========
সুশান্ত ধাড়া 

ঠিকানা :- ২৪/১ আনন্দ কুমার রায়চৌধুরী শিবপুর হাওড়া -৭১১১০২ 


No comments:

Post a Comment