কবিতা ।। সান্ত্বনা চ্যাটার্জি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 18, 2023

কবিতা ।। সান্ত্বনা চ্যাটার্জি

ঠিকানা

সান্ত্বনা চ্যাটার্জি 

আমি ছিলাম সপ্তদশী তখন ফাগুন মাস,
আকাশ জুরে রঙের মেলা ,স্বপ্ন ভরা চোখে;
দেখে ছিলাম তোকে।
মেঘের ভেলায় শিশু রবি আগুন বরণ
কায়া , তারই মাঝে দেখেছি তোর ছায়া ।
একটি দশক পরে .. তুই এলি আমার ঘরে ;
আমার জীবন আলো করে ।
তোর তো সবই ছিল.. আমি কিছুই রাখিনি বাকি;
তুই ছেড়ে কেন গেলি আমায় ,
,জীবন জুরে আঁধার ।
গ্রহন লেগে সুর্য যেমন আকাশ কে দেয় ফাঁকি
মাঘের শীতের সায়াহ্নে আজ শুকনো চোখে
চাই- শুস্ক নদী ,ধুধু প্রান্তর, শুধু বালিয়ারি পাই ।
তুই আছিস কোথায় জানি ; তোর প্রার্থীব ঠিকানা টা;
নাইবা দিলি আর -স্বপ্ন ভাঙ্গা হৃদয় মনে
নেই তার দরকার ।

                         ******

সান্ত্বনা চ্যাটার্জি
A166 Lake Gardens
Kolkata 700045

No comments:

Post a Comment