কবিতা।। তোমার প্রতি ।। তপন মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 18, 2023

কবিতা।। তোমার প্রতি ।। তপন মাইতি

 

তোমার প্রতি 

তপন মাইতি


যখন তোমায় বলতে যাব 
তখন তুমি ভিড়ে 
বলব বলব করে কি আর 
পাখি গেল নীড়ে। 

যখন তোমায় বলব ভাবি 
কেমন যেন মগ্ন 
হৃদয় যেন অন্য কারোর 
আসছে শুভলগ্ন। 

শুরু করা গেলে ভাবতাম 
কিছু একটা হবে 
বলব বলব বলি করে 
পাখি উড়ল কবে?

এখন যদি একটু বোঝ 
তোমার জন্যে এমন 
ভালবাসি ভাবলে যেন 
ভাল লাগে কেমন...
=============

নামঃ তপন মাইতি
ঠিকানাঃ গ্রামঃ পশ্চিম দেবীপুর; পোঃ দেবীপুর; থানাঃ মৈপীঠ কোস্টাল; জেলাঃ দঃ ২৪ পরগণা; পিন-৭৪৩৩৮৩; পশ্চিমবঙ্গ। ভারতবর্ষ। 

No comments:

Post a Comment