কবিতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 18, 2023

কবিতা ।। সুশান্ত সেন

 

কথা ও সুখ

সুশান্ত সেন

 
কোনো একটা সাধারণ কথা নিয়ে 
আগ বাড়িয়ে আগ বাড়িয়ে অনেক দূর
চলে যাবার পর দেখা যাবে
এতক্ষণ যা কিছু কথা হলো 
সে সব কথার কোনো মানে নেই।
আর অর্থহীন কথা ছাড়া সারাদিন ত
এত কথা বলা যায় না।

স্বচ্ছ জলের মধ্যে সাঁতারের মত
আর কি বা সুখ আছে - অথচ আমি জানি
আমি সাঁতার জানি না।
সাধারণ কথা আর সাঁতারের থেকে
দূরে চলে গিয়ে
ছিপ ফেলি মানস সাগরে -
সেই যেন নিয়ে এলো সুখ ।
============

সুশান্ত সেন
৩২বি , শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০

No comments:

Post a Comment