কবিতা ।। সৃজণ মনন ।। তপন মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 18, 2023

কবিতা ।। সৃজণ মনন ।। তপন মাইতি


সৃজণ মনন 

তপন মাইতি


সৃষ্টি থেকে সবুজ মনন সৃজণ 
বায়ুমণ্ডল নির্মল হলে পরে 
পৃথিবী রাখবে ধরে শ্রীজন 
বাড়লে বিপদ দুর্যোগ তুফান ঝড়ে। 

একটি সংগ্রাম সবুজায়ন করে 
নদীবাঁধে উঁচু করলে মাটি 
মেরু গলন রুখে সৃজণ গড়ে 
সবুজ যত্নে বৃক্ষ পরিপাটি। 

একটি লড়াই বিপ্লব সচেতনে 
মানুষ নিজের সামাজিকবোধ দেবে 
সার্বিক পৃথিবী আদর যতনে 
মুক্ত জীবন নিঃশ্বাস নেবে। 

ভালবাসতে জানলে তুমি পারবে 
অরণ্য যে বাঁচতে শেখায় লড়াই 
যেদিন জীবন জগত তুমি ছাড়বে 
দিয়ে যাবে সমান উতরাই চড়াই।

বৃক্ষ হয়ে বৃক্ষের কাছে দাঁড়াও 
কাছের মানুষ নিজের হয়ে দাঁড়াও। 
================
 


নামঃ তপন মাইতি
ঠিকানাঃ গ্রামঃ পশ্চিম দেবীপুর; পোঃ দেবীপুর; থানাঃ মৈপীঠ কোস্টাল; জেলাঃ দঃ২৪ পরগণা; পিন-৭৪৩৩৮৩; পশ্চিমবঙ্গ। ভারতবর্ষ  ।


No comments:

Post a Comment