ছড়া ।। ধরায় আন সুখ ।। সুনন্দ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 18, 2023

ছড়া ।। ধরায় আন সুখ ।। সুনন্দ মন্ডল


  ধরায় আন সুখ

        সুনন্দ মন্ডল


এই তো আষাঢ় নামল ধরায়
বৃষ্টি তবুও নাই!
মানুষ পাখি ঘামছে খরায়
তীব্র দহন ঘায়।

ফলগুলো সব গাছেই পাকে
মাটি ছুঁলেই পচে।
কীই বা করি বাজার ঘুরে
ভেজালে থাকি মজে।

ফুলগুলো সব শুকিয়ে গেল
বৃষ্টিহীনতায়।
বাঁচবে কীভাবে পাতারা গাছের
দারুন এ খরায়?

চাতকগুলো কোথায় এখন?
নাই কি প্রয়োজন!
তারাও কি সব ঘুমিয়ে আছে
ক্লান্ত প্রিয়জন।

তোমরা যদি না ডাক তবে
বৃষ্টি ফেরায় মুখ।
আমরা ডাকি পথের পথিক
ধরায় আন সুখ।
==============

 
কাঠিয়া, পাইকর, বীরভূম
   

No comments:

Post a Comment